চকলেট ডে উপলক্ষে বাড়িতেই বানিয়ে নিন মজাদার চকলেট কুকিজ

৬০ মিনিট

সহজ

৮ জন

চকলেট ডে বর্তমান প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় একটি উৎসব। বিশেষ এই দিনে প্রিয়জনকে উপহার দিতে সবার মধ্যেই দেখা যায় তোড়জোড়। সবাই চায় চিরাচরিত গিফট না দিয়ে একটু ব্যতিক্রমধর্মী আয়োজন করতে। আর তা যদি হয় নিজের হাতে বানানো বিশেষ উপহার, তাহলে তো কথাই নেই! চকলেট ডে তে চকলেটের কোনো বিকল্পই নেই। আর বিশেষ এই উৎসবের দিনে প্রিয়জনকে উপহার হিসেবে চকলেট দিতে পারেন একটু ভিন্নধর্মী উপায়ে, যেখানে থাকবে আপনার হাতের ছোঁয়া। বলছি চকলেট কুকিজ এর কথা। দারুণ মজাদার চকলেট কুকিজ নিজ হাতে বানিয়ে চমকে দিতে পারেন আপনার প্রিয়জনকে। এছাড়া বন্ধুবান্ধব আর পরিবারের ছোট সদস্যরা তো রয়েছেই, চকলেট কুকিজ পছন্দ করে না, এমন কাউকে আপনি সহজে খুঁজে পাবেন না!

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
কাপ পুষ্টি ময়দা
১.৫ কাপ মাখন
১.৫ কাপ আইসিং শ্যুগার
টি ডিম
১০০ গ্রাম চকলেট চিপস
টেবিল চামচ কোকো পাউডার
২/৩ চা চামচ বেকিং পাউডার
১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স
চিমটি লবণ
টেবিল চামচ কাজু, পেস্তা, আমন্ড কুচি

পুষ্টিগুণ

৫০ গ্রাম ফ্যাট
১০০ গ্রাম প্রোটিন
০ গ্রাম শ্যুগার
৪৩৬ গ্রাম ক্যালোরি
৩০০ গ্রাম শর্করা
১০ গ্রাম ট্রান্স ফ্যাট

প্রস্তুত প্রণালী

1.

ময়দাসহ অন্যান্য উপাদান চেলে নিন

প্রথমেই পুষ্টি ময়দা, বেকিং পাউডার, লবণ ও কোকো পাউডার একটি স্ট্রেইনারে করে চেলে নিতে হবে, যাতে সব ধরণের ময়লা ও বড় কনাগুলো বাদ চলে যায়। এই স্টেপটি খুব জরুরি কারণ এর উপর নির্ভর করে আপনার কুকিজ কতটা পারফেক্ট হবে। চাইলে ২/৩ বারও চেলে নিতে পারেন।
শেষ হলে মার্ক করে রাখুন
2.

সব উপাদান একসাথে মিশিয়ে নিন

একটি বড় মিক্সিং বোল নিয়ে তাতে ইলেকট্রিক বিটারের সাহায্যে বাটার বিট করে নিন। একে বিট করে খুব ভালোভাবে ফোম করে নিতে হবে। বিট করার এক পর্যায়ে যখন দেখবেন বাটারের হলদে রঙ পরিবর্তিত হয়ে সাদা হয়ে গেছে তখন অল্প অল্প করে আইসিং সুগার মিশিয়ে বিট করতে থাকুন। যদি আপনার কাছে আইসিং সুগার না থাকে তাহলে পরিমাণমতো চিনি ব্লেন্ডারে গুড়ো করে নিতে পারেন। এবার চিনি মাখনের মধ্যে পুরোপুরি গলে গেলে একে একে ডিমগুলো দিয়ে বিট করে নিন। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে আরও একবার বিট করে নিয়ে খুব আস্তে আস্তে আলাদা করে রাখা শুকনো উপকরণগুলো আলতো হাতে স্প্যাচুলার সাহায্যে মেশাতে থাকুন। এ সময় একদমই তাড়াহুড়ো করা যাবে না এবং বিটার ব্যবহার করা যাবে না। এতে করে ফোম বসে যাবে এবং কুকিজ বেকিং এর সময় তা আর ফুলবে না। তাই সতর্কতার সাথে সময় নিয়ে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিতে হবে চকোলেট চিপস। আপনি চকোলেট চিপস এর জায়গায় ইচ্ছা করলে বড় চকোলেট বার মিহি কুচি করেও দিতে পারেন।
শেষ হলে মার্ক করে রাখুন
3.

বেকিং ট্রে প্রস্তুত করে কুকিজ বেক করে নিন

এবার একটি বেকিং ট্রে নিয়ে তাতে বাটার পেপার বিছিয়ে দিন। এবার ১ টেবিল চামচ পরিমাণ কুকিজের ডো নিয়ে পছন্দমতো কুকিজের আকার দিন এবং তা বাটার পেপারের উপর সাজিয়ে নিন সমান দূরত্বে। সবগুলো কুকিজ শেপ পেয়ে গেলে শুরু হবে বেকিং এর পালা। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনকে প্রি-হিট করুন ৫ মিনিট। এবার প্রি-হিট করা ওভেনে কুকিজ দিয়ে ১০-১২ মিনিট বেক করুন। এই সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার চকোলেট কুকিজ। স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর টিন, কাঁচের বোতল বা প্লাস্টিকের এয়ার টাইট পটে সংরক্ষণ করতে পারেন। আর গিফট হিসেবে দেয়ার জন্য স্বচ্ছ কাঁচের বোতলই সেরা। বোতলের ক্যাপে বিভিন্ন নকশা করতে পারেন বা রিবনের সাথে জুড়ে দিতে পারেন বিশেষ দিনের বিশেষ বার্তা। উৎসবের এই দিনে প্রিয়জনকে চমকে দিতে এর চেয়ে বেশি আর কী চাই!
শেষ হলে মার্ক করে রাখুন

মন্তব্য

যেহেতু চকোলেট কুকিজ ওভেনে বেক করা হয়, তাই অবশ্যই উপকরণগুলো মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে নিতে হবে। সঠিক মাত্রায় উপকরণগুলো ব্যবহার না করলে কুকিজ পারফেক্ট না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।
বিশেষ দ্রষ্টব্যঃ *উপরে উল্লিখিত পুষ্টিগুণগুলো খাবারের উপাদানসমূহের উপর ভিত্তি করে করা একটি মোটামুটি অনুমান। মনে রাখবেন যে মানগুলো ক্ষেত্র থেকে ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। *আপনি রেসিপির কাজগুলো সম্পন্ন করতে পারেন এমন অনেক উপায় রয়েছে। আপনি যদি বিশ্বাস করেন যে কিছু নির্দেশনাকে আরও উন্নত করা যেতে পারে, বা এর একটি ভালো বিকল্প সমাধান রয়েছে, তাহলে নির্দ্বিধায় মন্তব্য করুন।