ইফতার স্পেশাল মুড়ি মাখা

 ইফতারের মুড়িমাখায় জিলাপি দিবেন কি দিবেন না, এই বিতর্কে নামতে গেলে রাত পোহাবে কিন্তু তর্ক শেষ হবে না। মুড়ি মাখা প্রত্যেক ঘরে ঘরে একটি ঐতিহ্য, প্রত্যেকেরই আলাদা রেসিপি আছে। কেউ তাদের বাবার রেসিপি ফলো করেন কিংবা কেও দাদার। তবে ইফতারির মুড়ি মাখা হলো ইফতারের টেবিলে প্রায় যত আইটেম থাকে তা এক সঙ্গে মিশিয়ে, ভেঙে-চুড়ে মুড়ির সঙ্গে মেখে তৈরি করা এক প্রকারের ঝালমুড়ি। যাতে বুট, পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, খেজুর, জিলাপি, সালাদ, কাবাব, বড়া ইত্যাদি আরও অনেক কিছু থাকতে পারে।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
টেবিল চামচ সরিষার তেল
টেবিল চামচ পেঁয়াজ কুঁচি
১/৪ কাপ শশা কুঁচি
১/৪ কাপ টমেটো কুঁচি
১/৪ কাপ ধনে পাতা ও পুদিনা পাতা কুঁচি
২/৩ টি কাঁচা মরিচ কুঁচি
১/২ কাপ বুট ভুনা
১/২ কাপ ঘুগনি
টি ডিম চপ
টি পিঁয়াজু
টি বেগুনি
পরিমাণমত ভাঙ্গা জিলাপি (ইচ্ছেনুযায়ী)
টি খেজুর
চা চামচ লেবুর রস
১/৪ চা চামচ লেবুর চামড়া কুঁচি
পরিমাণমত বড়া বা কাবাব
চা চামচ আঁচার
২/৩ কাপ মুড়ি
পরিমাণমত লবণ

প্রস্তুত প্রণালী

1.

মুড়িবাদে সকল উপকরণ বড়ো বোলে মিশানো

বড়ো বোলে একে একে পেঁয়াজ কুচি, শশা, টমেটো, ধনে পাতা, পুদিনা পাতা, লেবুর রস, লেবুর চামড়া; লবণ দিয়ে নরম করে মেখে সালাদ তৈরি করে নিতে হবে। এইগুলো বোলের এক পাশে রেখে অন্য পাশে বুট ভুনা ও ঘুগনি ভালোভাবে মেখে নিয়ে, এতে পিঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর, চপ, আচার, অন্যান্য বড়া বা কাবাব, আগের ইফতারের বেঁচে যাওয়া কোনো ভাজাভুজি থাকলে তা ভেঙে দিয়ে খুব ভালো ভাবে মাখাতে হবে, এর পর এতে কাঁচামরিচ ও সরিষার তেল দিয়ে আবারও মেখে নিতে হবে
শেষ হলে মার্ক করে রাখুন
2.

খাওয়ার সময় মুড়ি মাখিয়ে পরিবেশন করুন

মাগরিবের আযানের পর যখন সবাই মুড়ি মাখা খাবে তার ঠিক আগ মুহূর্তে মেখে রাখা সালাদ ও বাকি উপকরণের সাথে সাথে মুড়ি দিয়ে মিশিয়ে সবার প্লেটে পরিবেশণ করুন , এতে করে খাওয়ার সময় মুড়ি মচমচে থাকবে এবং মুড়িমাখার স্বাদও ভালো লাগবে।
শেষ হলে মার্ক করে রাখুন