সহজ শিক কাবাব রেসিপি
শিক কাবাব মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচন্ড জনপ্রিয় একটি খাবার। আমাদের দেশে শিক কাবাব খেতে রেস্টুরেন্ট বা পাড়ার হোটেল ছাড়া গতি নেই। তবে এই রেসিপি ফলো করলে ঘরেই বানাতে পারেন সুস্বাদু শিক কাবাব এবং শাসলিকে গেঁথে ফ্রিজারে ১৫-২০ দিন রেখে সংরক্ষণও করতে পারেন । ইফতারে শিক কাবাব সবার পছন্দ এবং খুব লোভনীয় একটি আইটেম। মেরিনেট করা মাংস রান্নার পর হবে তুলতুলে নরম ও জুসি, আর কয়লায় সেকা হলে থাকবে স্মোকি ফ্লেভার যা রেস্টুরেন্ট ও হোটেলের কাববের স্বাদকেও হার মানাবে।
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
কাবাবের মসলাঃ | |
১ টেবিল চামচ আস্ত জিরা | |
১/২ টেবিল চামচ শাহি জিরা | |
১০-১২ টি সবুজ এলাচ | |
১ চা চামচ কাবাব চিনি | |
২ টি কালো এলাচ | |
১ চা চামচ লবঙ্গ | |
৬ টুকরা দারুচিনি ( প্রতিটি ২ ইঞ্চি) | |
১/৪ ভাগ জায়ফল | |
৩ টুকরা জয়ত্রি (প্রতিটি ১.৫ ইঞ্চি) | |
১ চা চামচ মৌরি | |
১ চা চামচ কালো গোল মরিচ | |
১/২ চা চামচ সাদা গোল মরিচ | |
মাংস মেরিনেট করার জন্য যা যা প্রয়োজনঃ | |
২ কেজি গরুর মাংস | |
২ টেবিল চামচ আদার রস | |
১ টেবিল চামচ রসুনের রস | |
৪ টে বিল চামচ কাবাবের মসলা | |
৪ চা চামচ পোস্ত দানা | |
২ টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা | |
২ চা চামচ টেস্টিং সল্ট | |
১/২ কাপ পানি ঝড়ানো টক দই | |
১/৪ চা চামচ জর্দার রঙ | |
১/২ কাপ বেসন | |
১/২ কাপ সরিষার তেল | |
১/২ কাপ পুষ্টি সয়াবিন তেল | |
১ টেবিল চামচ লবণ |
প্রস্তুত প্রণালী
1.
কাবাবের মসলা তৈরি ও বেসন ভাজা
কাবাবের জন্য নেওয়া গোটা মসলা গুলো একটি পাত্রে নিয়ে ৩-৪ মিনিট সুগন্ধ ছড়ানো পর্যন্ত কম আঁচে টেলে নিতে হবে । এরপর মসলা গুলো ঠান্ডা হলে মিহি করে গুঁড়া করে নিতে হবে। একই পাত্রে নেড়ে-চেড়ে বেসন টেলে নিতে হবে ৫ মিনিটের মতো, এতে বেসনের কাঁচা গন্ধ দূর হবে। ৪ চা চামচ গোটা পোস্ত নিয়ে বেটে নিন এবং খোসা সহ কাঁচা পেঁপে বেটে নিন। টকদই একটি কাপড় অথবা মিহি ছাঁকনিতে পানি ঝড়াতে দিতে হবে।
শেষ হলে মার্ক করে রাখুন
2.
মাংস মেরিনেট করা
গরুর মাংস (চর্বি ছাড়া) ১/২ সেন্টিমিটার পুরু, ৪-৫ ইঞ্চি লম্বা ও ১ ইঞ্চি চওড়া করে কেটে নিতে হবে। এতে মেরিনেট করার সকল উপকরণ ও পানি ঝড়ানো টক দই পরিমাণ অনুযায়ী দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটি টুকরায় তেল-মসলা খুব ভালো ভাবে লাগে। মেরিনেট করা মাংস ১২-২৪ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে যাতে করে গরু মাংসের শক্ত আঁশ গুলো ভেঙে যায়।
শেষ হলে মার্ক করে রাখুন
3.
কাবাব শিকে গাঁথা ও রান্না
মেরিনেট করা মাংস কয়লার উপর সেকতে হবে , তার জন্য প্রয়োজন লোহার শিক । শিকে মাংসের টুকরার এক কোনা ঢুকিয়ে, পেঁচিয়ে ৩ বার ভাঁজ দিয়ে জিক-জ্যাক আকারে গাঁথতে হবে, একটি শিকে ৩-৪ টুকরা মাংস দিতে হবে। এভাবে করে সব মাংস শেষ হওয়া পর্যন্ত শিকে গেঁথে নিন। কয়লা গরম হলে কয়লা থেকে ২-৩ ইঞ্চি উপরে চুলার আকার অনুযায়ী শিক বসিয়ে দিতে হবে। মেরিনেট করা বাটিতে যা তেল মসলা থাকবে তাতে আরও আধা কাপ তেল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়লার উপর দেওয়া কাবাবের উপর ব্রাশ করতে হবে। যতবার কাবাব উল্টে দিবেন ততবার তেল ব্রাশ করবেন। সময় নিয়ে সেকতে সেকতে যখন কিছু অংশ বাদামি কিছু অংশ কালো হবে, তখন একটি শিক তুলে মাংস নরম হয়েছে কিনা দেখতে হবে, নরম হলে নামিয়ে নিতে হবে। খেয়াল রাখুন যাতে কয়লা অত্যধিক গরম না হয়, হলে কাবাব খুব তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। একই ভাবে শাসলিকের কাঠিতে মাংস গেঁথে ঘরের চুলায় তাওয়াতেও ভেজে নেওয়া যাবে। শিক কাবাব নামিয়ে পরোটা বা লুচি ও সালাদ দিয়ে পরিবেশন করুন
শেষ হলে মার্ক করে রাখুন