মধু দিয়ে লেবুর শরবত

১০ মিনিট

সহজ

৪ জন

তীব্র গরমে সবারই হাঁসফাঁস অবস্থা। এমন অবস্থায় ইফতারে মধু দিয়ে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত বা হানি লেমনেড দিতে পারে দারুণ প্রশান্তি। শুধু তাই নয় লেবুতে থাকা ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম আর মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এই দুইয়ের পুষ্টিগুণ শরীরের জন্য খুবই উপকারী।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
৪ টি লেবু কেটে রস বের করে নিন
৪ চা চামচ পুষ্টি মধু
লেবুর রসের সাথে জগে মিশিয়ে নিন
বরফ ১ কাপ
পুষ্টি পানি ৬০০ এমএল
১ চা চামচ পুষ্টি মধু
সব ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন