চুলায় তৈরি গ্রিল চিকেন
আমরা রাস্তা ঘাটে প্রায়ই দেখি হোটেলের গ্রিল মেশিনে অজস্র মুরগি গ্রিল হচ্ছে; যা দেখেই জিভে পানি চলে আসে। অনেকেই মনে করেন যে গ্রিল চিকেন ঘরে বানানো যায় না আর বানাতে হলে গ্রিল ওভেনের প্রয়োজন হয়। তবে মোটেও এমন নয়। আপনি আপনার চুলায়ই বানাতে পারেবন রেঁস্তোরার স্বাদের গ্রিল চিকেন। যা কোনো ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন এই রেসিপি ফলো করে, শুধুমাত্র ঘরে থাকা উপাদান দিয়েই। আস্ত মুরগির রেসিপি বলা হলেও আপনি চাইলে কেটেও গ্রিল করতে পারেন, তবে মসলার পরিমাণ একই থাকবে।
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
২ টি মুরগি (প্রত্যেকটি এক কেজি) | |
১/৪ কাপ পেঁয়াজ বাঁটা | |
১/৪ কাপ টক দই | |
১ টেবিল চামচ আদা বাঁটা | |
১ টেবিল চামচ রসুন বাঁটা | |
১ টেবিল চামচ মরিচ গুঁড়া | |
১ চা চামচ ধনিয়া গুঁড়া | |
১ চা চামচ জিরা গুঁড়া | |
১ টেবিল চামচ গরম মশলার গুড়া | |
১/৪ চা চামচ জর্দার রঙ | |
১ চা চামচ লবণ | |
১ টেবিল চামচ সয়া সস | |
২ টেবিল চামচ টমেটো সস | |
১ চা চামচ চিনি | |
২ টেবিল চামচ কমলা রস | |
১টেবিল চামচ আমের আচারের মসলা | |
১ টেবিল চামচ আচারের তেল | |
২ টেবিল চামচ লেবুর রস | |
২ টেবিল চামচ পুষ্টি সরিষার তেল | |
৪ টেবিল চামচ পুষ্টি সরিষার তেল (ভাজার জন্য) | |
৪ টেবিল চামচ পুষ্টি সয়াবিন তেল (ভাজার জন্য) |
প্রস্তুত প্রণালী
1.
মুরগি কাটা ও মেরিনেট
আস্ত মুরগি দু’টি আঁত-গলা সরিয়ে ভালোভাবে ধুয়ে মুরগির গায়ে সব দিকে আড়াআড়ি ভাবে ছুরি দিয়ে আঁচর দিতে হবে এবং এরপর খুব ভালোভাবে পানি ঝরিয়ে টিস্যু দিয়ে চেপে চেপে পানি মুছে নিতে হবে, যাতে মসলা ভিতর পর্যন্ত ঢুকে ও পানি বের না হয় ।
অন্য একটি পাত্রে সকল মসলা দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মসৃণ একটি মসলার মিশ্রণ তৈরি হবে। মসলা দুই ভাগে ভাগ করে দু’টি মুরগির গায়ে ও ভিতরে এমন ভাবে প্রলেপ দিতে হবে যাতে প্রত্যেক কোণায় মসলা লাগে। এইভাবে কমপক্ষে ৬ ঘন্টা মেরিনেট করতে হবে।
শেষ হলে মার্ক করে রাখুন
2.
মুরগি ভাজা
একটি বড়ো কড়াই চুলায় বসিয়ে, মাঝারি থেকে কম আঁচে এতে অর্ধেক সয়াবিন ও সরিষার তেল গরম করুন। গরম হলে মুরগি গুলো থেকে মসলা ভালোমতো সরিয়ে নিতে হবে, তারপর একটি মুরগি গরম তেলে বসিয়ে দিতে হবে। কড়াই ঢাকনা দিয়ে মুরগির এক পাশ কম আঁচে জ্বাল করুন ৬ মিনিট। ৬ মিনিট পর ঢাকনা খুলে আরেকপাশ ৬ মিনিট ভাজুন ঢাকনা দিয়ে এসময় মুরগি থেকে প্রচুর পানি বের হবে এইভাবে চারপাশ উল্টে পানি শুকানো পর্যন্ত ভেজে নিতে হবে।
পানি শুকিয়ে হালকা পোড়া পোড়া হলে বেঁচে যাওয়া মসলার মিশ্রণটি থেকে মুরগির চারপাশে ব্রাশ করে আবার একটু পোড়া পোড়া করে নিতে হবে। যখন ঠিক দোকানের মতো রঙ হয়ে গেলে বা পোড়া পোড়া হলে নামিয়ে আবার তেল দিয়ে অন্য আরেকটি মুরগিও একই ভাবে ভেজে নিন। ব্যস হয়ে গেল চুলায় গ্রিল চিকেন।
শেষ হলে মার্ক করে রাখুন