নম্বু কাঞ্জি রেসিপি

৪০ মিনিট

সহজ

৪ জন

দক্ষিণ ভারতের মুসলমানদের কাছে দারুণ জনপ্রিয় একটি খাবার নম্বু কাঞ্জি। রমজান মাসে প্রায় প্রতিদিন ইফতারে নম্বু কাঞ্জি পরিবেশন করা হয়। পুষ্টি হোম শেফ এ আজ দেখে নিন কীভাবে রান্না করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার নম্বু কাঞ্জি

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
২ টেবিল চামচ পুষ্টি সয়াবিন
জিরা ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি ১ কাপ
হালকা ভেজে নিন
ঘি ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
কাঁচামরিচ ৪ পিস
সব ভালোভাবে নেড়ে নিন
হাড় ছাড়া গোরুর মাংস ২০০ গ্রাম
মাংস ভালোভাবে ভেজে নিন
পুষ্টি চিনিগুঁড়া চাল ১ কাপ
মুগ ডাল ১ কাপ
সব মিক্স করে নিন
১ টি টমেটো কুচি
পুদিনা পাতা ১ চা চামচ
ধনিয়া পাতা ১ চা চামচ
লবণ পরিমাণ মতো
সব ভালোভাবে মিক্স করে নিন
১.৫ লিটার পানি দিয়ে নেড়ে নিন
৪০ মিনিট মিডিয়াম তাপে ঢেকে রেখে দিন
কোকোনাট মিল্ক/মিল্ক ১/২ কাপ
লবণ পরিমাণ মতো
ভালোভাবে নেড়ে নিন
সামান্য কিছু গোলমরিচ দিন
ভালোভাবে নেড়ে ২-৪ মিনিট মিডিয়াম তাপে রাখুন
গরম গরম পরিবেশন করুন

মতামত দিন

আপনার ইমেইল আইডি গোপন রাখা হবে। প্রয়োজনীয় অংশগুলো চিহ্নিত করা রয়েছে*।

Your email address will not be published. Required fields are marked *