ম্যাঙ্গো আইসক্রিম

১২০ মিনিট

সহজ

২ জন

আম দিয়ে কি শুধুই আচার, জেলি আর চাটনি হয়? আম দিয়ে আরও অনেক কিছুই তৈরি করা যায়। যেহেতু আমের সিজন চলছে তাই এই আমের সিজনে মাত্র ৪ টি উপকরণে ঘরেই বানানো যাবে সুস্বাদু আমের স্বাদে ম্যাঙ্গো আইসক্রিম। আমের আইসক্রিমে স্বর্গীয় একটি স্বাদ আছে। গরমে আইসক্রিম আপনাকে করবে সতেজ, চাঙ্গা। এছাড়াও আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ যা আপনার শরীরকে কোলন, স্তন, লিউকেমিয়া এবং প্রোস্টেট ক্যান্সার থেকে রক্ষা করতে পারে।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
কাপ লিকুইড দুধ
১/৪ কাপ গুঁড়ো দুধ
১/৪ কাপ কনডেন্সড মিল্ক
১/২ কাপ চিনি
কাপ খোসা ছাড়ানো মিষ্টি আমের টুকরা

প্রস্তুত প্রণালী

1.

দুধ জাল দিয়ে নিন

প্রথমে একটি পাত্রে দুধ দিয়ে দিন। এবার একে একে গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক দিয়ে পাত্রটি চুলায় বসিয়ে জাল দিয়ে দুধটা এক কাপ পরিমাণ করে নিন। এবার দুধটা চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন
শেষ হলে মার্ক করে রাখুন
2.

সবকিছু ব্লেন্ড করে নিন

ব্লেন্ডারে এক কাপ ম্যাঙ্গো পিউরি ও দুধটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। দেখবেন ঘন একটি মিশ্রণ তৈরি হয়েছে। এবার মিশ্রণটি আইসক্রিম তৈরির পাত্রে ঢেলে দিন। এবার ওপর দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে কাঠি ঢুকিয়ে দিন। চাইলে কোনো বড়ো পাত্রেও ঢেলে নিতে পারেন
শেষ হলে মার্ক করে রাখুন
3.

আইস্ক্রিম ফ্রিজ করে নিন

ডিপ ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টার জন্য। ম্যাঙ্গো আইস ক্রিম তৈরি হয়ে যাবে। এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে ২ মিনিট রেখে দিন। এবার ফয়েল পেপার তুলে নিন।
এবার দেখবেন ধীরে ধীরে আইসক্রিম আলগা হয়ে এসেছে। আপনার যদি তাড়া থাকে তবে আইসক্রিমের পাত্রটি ফ্রিজ থেকে বের করার পর একটি পাত্রে পানি দিয়ে তার ওপর বসিয়ে দিতে পারেন। বের করে পরিবেশন করুন।
শেষ হলে মার্ক করে রাখুন