তন্দুরি চিকেন মশলা

৩০ মিনিট

সহজ

৪-৫ জন

চিকেনের প্রতি কমবেশি সবারই আলাদা একটা টান রয়েছে। ভালো তন্দুরি বলতে আমরা হোটেল রেস্তোরার তন্দুরিকেই বুঝি। তবে তন্দুরি চিকেন খেতে হোটেলে টাকা খরচ না করে কম খরচে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন লোভনীয় স্বাদের এই তন্দুরি চিকেন। আজ আমরা দেখবো কিভাবে বানাবেন এই তন্দুরি চিকেন-

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
টি মুরগি
টেবিল চামচ পেঁয়াজ বাঁটা
চা চামচ ভাজা জিরার গুঁড়া
টেবিল চামচ টকদই
টেবিল চামচ টমেটো সস
চা চামচ লেবুর রস
স্বাদমত লবণ
চা চামচ গরম মশলা
টেবিল চামচ পুষ্টি সয়াবিন তেল
টেবিল চামচ লাল মরিচ গুঁড়া
১/২চা চামচ চিনি
চা চামচ চিলি ও সয়াসস
চা চামচ আদা-রসুন বাঁটা