মজাদার গরুর মাংসের সুরুয়া
কোরবানির ইদের পর দিন, সকালের নাস্তায় সবাই খোঁজে একটু আলাদা কিছু। সকাল বেলার নাস্তায় গরুর মাংসের নেহারি খুবই জনপ্রিয়। তবে নতুনত্ব আনতে ট্রাই করে দেখতে পারেন গরুর মাংসের সুরুয়া বা গরুর মাংসের স্যুপ। হোটেল বা রেস্টুরেন্ট গুলোতে সকালের নাস্তা হিসেবে মুরগীর স্যুপের মতোই এই গরুর স্যুপ। এটি নান, লুচি কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগে।
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
২ কেজি গরুর মাংস | |
১.৫ টেবিল চামচ আদা বাটা | |
১.৫ টেবিল চামচ রসুন বাটা | |
১ চা চামচ ধনিয়া গুঁড়া | |
১ চা চামচ জিরা বাঁটা | |
৮-১০ টি কাঁচা মরিচ | |
৩/৪ কাপ পেঁয়াজ কুঁচি | |
১/২ কাপ পেঁয়াজ বাঁটা | |
১/২ কাপ পুষ্টি সয়াবিন তেল | |
১/২ চা চামচ শাহী জিরা বাঁটা | |
১ কাপ টকদই | |
স্বাদমত লবণ | |
১/২ চা চামচ জায়ফল জয়ত্রি বাটা | |
১ চা চামচ পোস্তদানা বাঁটা | |
২ চা চামচ কাজুবাদাম বাঁটা | |
১ চা চামচ চিনি | |
২ টুকরা দারচিনি | |
৪-৫ টি এলাচ | |
২ টি তেজপাতা | |
১ টি কালো এলাচ | |
২ কাপ তরল দুধ | |
৫ টি আলু বোখারা |
প্রস্তুত প্রণালী
1.
মসলা কষানো
একটি বড় পাত্রে তেল গরম করে তাতে গোটা গরম মসলা ফোঁড়ন দিন। এবারে এতে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন, কিন্তু বেরেস্তার মতো করা যাবে না। হালকা বাদামি পেঁয়াজে আদা-রসুন-জিরা বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া, জায়ফল জয়ত্রি বাটা, পোস্তদানা-কাজুবাদাম বাটা, শাহি জিরা বাটা, টকদই ও লবণ দিয়ে হালকা আঁচে কষাতে থাকুন। কমপক্ষে ১৫ মিনিট কষাতে হবে, মসলা যখন তেল ভেসে সুগন্ধ ছড়াবে বুঝতে হবে মসলা কষানো হয়ে গিয়েছে
শেষ হলে মার্ক করে রাখুন
2.
মসলায় গরুর মাংস কষানো
গরুর মাংস রেজালার মতো একটু বড় করে টুকরা করতে হবে, হাড় চর্বি সহ মাংস নিন। ভালো ভাবে মাংস ধুয়ে নিন। কষানো মসলায় মাংসের টুকরা গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আঁচ একেবারে কমিয়ে দিন ঢেকে দিন। ১০ মিনিট পর দেখা যাবে মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। ১০ মিনিট পর পর ভালো ভাবে নেড়ে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত এভাবে রান্না করতে হবে পানি কমে তেল উপরে ভেসে আসা পর্যন্ত
শেষ হলে মার্ক করে রাখুন
3.
গরুর মাংসের সুরুয়ার ঝোল দেওয়া
১ ঘন্টা ধরে কষানো হলে তরল দুধ, আলু বোখারা ও চিনি দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে হবে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন আরও ৫-৭ মিনিট। এর পর চুলা বন্ধ করে দিন। ২০ মিনিট পর ঢাকনা তুলে রুটি, লুচি বা নানের সাথে পরিবেশণ করুন গরম গরম গরুর মাংসের সুরুয়া।
শেষ হলে মার্ক করে রাখুন