ক্রিমি মালাই কাবাব
সামনে কোরবানির ইদ, প্রতি বেলায়ই দেখা যাবে খাবার টেবিলে গরু নাহয় খাসির জয়জয়কার। তবে টানা একই খাবার খেতে কারওই ভালো লাগবে না। তাই এই দুই মাংস বাদ দিয়ে মুরগি দিয়ে ভিন্ন কিছু একটা করতে পারেন। মালাই কাবাব এমন একটি কাবাব, যা মালাই দিয়ে মেরিনেট করার কারণে পুরো মাংসের টুকরার স্বাদই হয়ে যায় অতুলনীয়। হালকা মসলার ঘ্রাণ ও মালাই-দইয়ের ক্রিমি ভাব গরু-খাসির একঘেয়েমিভাব দূর করবে নিমেশে।
এটি লুচি ও রুমালি রুটির সাথে খেতে দারুণ লাগে সাথে রায়তা বা চাটনি হলে তো কথাই নেই।
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
১/২ কেজি মুরগির বুকের মাংস | |
১.৫ চা চামচ আদা বাটা | |
১.৫ চা চামচ রসুন বাটা | |
২ চা চামচ লেবুর রস | |
১/৩ কাপ টক দই (পানি ঝরানো) | |
১/৩ কাপ ডানো ক্রিম | |
১.৫ চা চামচ কাঁচামরিচ বাটা | |
১/২ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া | |
১/৩ চা চামচ গরম মশলার গুঁড়া | |
১/২ চা চামচ জায়ফল জয়ত্রি গুঁড়া | |
১ টেবিল চামচ ধনিয়া পাতা (মিহি কুঁচি) | |
স্বাদমত লবণ |
ভাজার জন্য লাগবেঃ
পরিমাণমত মাখন | |
প্রয়োজন মতো শাসলিক কাঠি |
প্রস্তুত প্রণালী
1.
মসলা দিয়ে মেরিনেট করা
টক দই পানি ঝরিয়ে রাখতে হবে কমপক্ষে ২ ঘন্টা আগে। মেরিনেশনে দেওয়া টকদইতে পানি পরিমাণ খুবই নগণ্য থাকা চাই।
মুরগির মাংস ১.৫ ইঞ্চি মাপে কেটে নিন। এরপর মেরিনেট করার সকন উপকরণ দিয়ে মেখে নরমাল ফ্রিজে রেখে দিন দুই ঘন্টার জন্য
শেষ হলে মার্ক করে রাখুন
2.
মালাই কাবাব ভাজা
ফ্রিজ থেকে বের করে দেখবেন উপরে হালকা পানি ভেসে আছে, সাবধানে সেই পানি ফেলে দিন। আবার খুব ভালো ভাবে মিশিয়ে ৪-৫ টুকরা করে শাসলিকে গেঁথে নিন। একটি তাওয়াতে মাখন গরম করে ৪-৫ টি কাবাব সহ কাটি বসিয়ে দিন, উল্টে পাল্টে প্রত্যেক পাশে ৩ মিনিট করে ভেজে তুলুন, এ সময় চুলার আঁচ মাঝারি থেকেও কম থাকবে। কাবাব আরও বেশি জুসি করার জন্য প্রত্যেক পাশে গলানো মাখন ব্রাশ করতে পারেন। সবগুলো ভাজা হয়ে গেলে পরিবেশন করুন রায়তা অথবা ধনিয়ার চাটনির সাথে।
শেষ হলে মার্ক করে রাখুন