মজাদার মুঠা কাবাব
কোরবানির ঈদে অনেক ধরনের কাবাব তৈরি করে ফ্রিজারে সংরক্ষণ করে রাখা হয়। শামী কাবাব জালি কাবাব এর মধ্যে অন্যতম। তবে কাবাব বা টিকিয়া বিভিন্ন ধরনের হয়। মুঠা কাবাব তেমনই এক কাবাব। সব মসলা ও উপকরণ দিয়ে মিশিয়ে, হাতের মুঠোয় নিয়ে আকার দিলেই হয়ে যাবে মুঠা কাবাব। অনেকে এটিকে কিমার চপও বলে। মাংস সিদ্ধ করে বাটা বা ব্লেন্ড করার কোনো প্রয়োজন পড়ে না। কাবাবের আকার দিয়ে, ফ্রিজারে রেখে অনেক দিন সংরক্ষণ করা যাবে। কম সময়ে খুব সহজে এটি তৈরি করার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে পুষ্টি হোমশেফ।
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
১/২ কেজি গরুর মাংস ( হালকা চর্বি সহ) | |
১ কাপ পেঁয়াজ কুঁচি | |
১/৪কাপ ধনিয়া পাতা কুঁচি | |
১/৪কাপ পুদিনা পাতা কুঁচি | |
১/৪কাপ কাঁচা মরিচ কুঁচি | |
১টেবিল চামচ সয়াসস | |
১টেবিল চামচ অয়েস্টার সস | |
১.৫ চা চামচ গরম মশলা গুঁড়া | |
১/২চা চামচ গোল মরিচের গুঁড়া | |
১/২চা চামচ টেস্টিং সল্ট | |
১ চা চামচ ভাজা জিরার গুঁড়া | |
১ চা চামচ মরিচের গুঁড়া | |
১ চা চামচ ধনিয়া গুঁড়া | |
১ টেবিল চামচ আদা বাঁটা | |
১ টেবিল চামচ রসুন বাঁটা | |
১/২কাপ বেরেস্তা | |
২ চা চামচ মাখন | |
৪-৫টুকরা পাউরুটি | |
২ টি ডিম | |
স্বাদমত লবণ | |
ভাজার জন্য পুষ্টি সয়াবিন তেল |
প্রস্তুত প্রণালী
1.
মাংসের কিমা মেরিনেট করা
মাংসের কিমাতে আদা-রসুন বাটা, লবণ, টেস্টিং সল্ট, গরম মসলা গুঁড়া, সয়াসস ও অয়েস্টার সস দিয়ে খুব ভালো ভাবে মেখে নরমাল ফ্রিজে রেখে দিন ২ ঘন্টার জন্য।
একটি ব্লেন্ডারে পাউরুটির টুকরাগুলো ভেঙে দিয়ে ব্লেন্ড করে ব্রেডক্রামের মতো তৈরি করে নিন
শেষ হলে মার্ক করে রাখুন
2.
কাবাবের মিশ্রণ তৈরি
২ ঘন্টা পর বাকি যা যা মসলা ও উপকরণ বাকি ছিল তা দিয়ে খুব ভালো ভাবে মাখাতে হবে। পাউরুটির গুঁড়া প্রথমে অর্ধেক দিয়ে তারপর যদি আরও প্রয়োজন পড়ে দিতে পারেন। এটি নির্ভর করে মাংস কতোটুকু পানি ছেড়েছে তার উপর
এই মিশ্রণে মাখন দেওয়ার কারণে এটি আরও অনেক জুসি হবে। এবার মিশ্রণটি থেকে এক মুঠো ভরে মসলাযুক্ত কিমা নিয়ে একটি কাঠিতে বা টুথপিকে চপের আকারে এই গেঁথে নিতে হবে। একে একে সবগুলো গাঁথা হলে হালকা তেলে অথবা ডুবো তেলে ভাজা যাবে কাবাব গুলো
শেষ হলে মার্ক করে রাখুন
3.
কাবাব ভাজা
একটি প্যানে পর্যাপ্ত পরিমান তেল নিয়ে, একটি একটি করে কাবাবের কাঠি ছেড়ে দিন তেলে। চুলার আঁচ মাঝারি থেকে কম রেখে উল্টে পাল্টে বাদামি করে ভেজে তুলুন সবগুলো।
শেষ হলে মার্ক করে রাখুন