মাছের পাকোড়া

৩৫ মিনিট

সহজ

৪-৫ জন

মাছে ভাতে বাঙালির কাছে মাছের সব আইটেমই প্রিয়। তাই মাছ দিয়ে যদি ভিন্ন কিছু চেষ্টা করা হয় তবে মন্দ নয়। মাছের একটু ভিন্ন রকম আইটেম হল মাছের পাকোড়া। সাধারণত স্ন্যাক্স হিসেবে খাওয়া হলেও পোলাও এর সাথে সাইড ডিশ হিসেবেও খাওয়া যায় এটি। চলুন দেখে নেওয়া যাক মাছে পাকোড়া রেসিপি।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
৩০০ গ্রাম রুই (টুকরো করে কাটা)
স্বাদমত লবণ
সামান্য হলুদ গুঁড়া
চা চামচ মরিচ গুঁড়া
১/২ চা চামচ আদা-রসুন বাঁটা
বেসনের গোলা তৈরিতে লাগবে
টি ছোটো ডিম
১/৪ কাপ টকদই
সামান্য লবণ
১/৩ কাপ বেসন
১/৪ চা চামচ আজোয়াইন বা মৌরি বা জিরা
পুষ্টি সয়াবিন তেল (ভাজার জন্য)
চাট মশলা ও লেবুর রস (পরিবেশনের জন্য)

প্রস্তুত প্রণালী

1.

মাছ ম্যারিনেট করে নিন

টুকরো করে রাখা মাছের সাথে লেবুর রস,লবণ , হ্লুদ ও আদা-রসূন বাঁটা দিয়ে ভালো করে মেখে ২০ মিনিট রেখে দিন
শেষ হলে মার্ক করে রাখুন
2.

পাকোড়া ভেজে নিন

এবারে একটি বাটিতে ডিম,লবণ ও টকদই দিয়ে ভালো করে ফেটে নিন। এতে বেসন, চালের গুঁড়ো ও আজোয়াইন দিয়ে ভালো করে মিশিয়ে একটি গোলা তৈরি করে নিন
এবার মাঝারি আঁচে ডুবোতেলে মচমচে করে ভেজে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো মজাদার মাছের পাকোড়া।
শেষ হলে মার্ক করে রাখুন
ট্যাগ