নীতিমালা
পুষ্টি হোম শেফ ডট কম এর পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় পুষ্টি হোম শেফ চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ব্লগ তৈরি করা হয়। পুষ্টি হোম শেফ বিষয়ক বিভিন্ন কিছু শেখার পাশাপাশি আপনি নিজেও এখানে লিখতে পারবেন অথবা লেখক-পাঠকদের সাথে মন্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ গ্রহন করতে পারবেন। লেখা জমাদান অথবা মন্তব্য করার ক্ষেত্রে নিম্নোক্ত নীতিমালা সমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায়, পুষ্টি হোম শেফ ডট কম এর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।
লেখা জমাদান সংক্রান্ত নীতিমালাঃ
- জমাদানকৃত লেখা অবশ্যই পুষ্টি হোম শেফ সম্পর্কিত হতে হবে। অন্যথায় লেখা গ্রহন নাও করা হতে পারে।লেখা জমা দেয়ার পূর্বে লেখককে প্রোফাইলে তার নিজের সম্পর্কে সর্বনিম্ন ২০ শব্দ থেকে সর্বোচ্চ ৪৫ শব্দের মধ্যে লিখতে হবে। নাম বাংলায় হওয়া আবশ্যক।লেখা মানসম্মত না হলে প্রকাশ না করার অধিকার সংরক্ষন করে পুষ্টি হোম শেফ ডট কম কর্তৃপক্ষ।
- একজন লেখক একদিনে সর্বোচ্চ দুটি লেখা জমা দিতে পারবেন। এর বেশি লেখা জমা দেয়া হলে পরবর্তিতে প্রকাশ করা হবে।
- লেখা লেখকের নিজের হতে হবে। কপি করা লেখা গ্রহন করা হবে না। প্রকাশিত কোন লেখা কপি করে জমা দেয়া হয়েছে প্রমানিত হলে, সেই লেখা মুছে দেয়া হবে এবং লেখককে সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
লেখা অবশ্যই বাংলায় লিখতে হবে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ইংরেজী শব্দ সমূহ ইংরেজীতে লেখা যাবে। - পুষ্টি হোম শেফ ডট কম নৈতিকতায় বিশ্বাসী। তাই হ্যাকিং বা ক্র্যকিং বিষয়ক কোন লেখা জমা দেয়া যাবে না।
- জমাকৃত লেখায় যে কোন ধরনের পরিবর্তন, পরিবর্ধন করার অধিকার সংরক্ষন করে পুষ্টি হোম শেফ কর্তৃপক্ষ।
মন্তব্য প্রদান সংক্রান্ত নীতিমালাঃ
- মন্তব্যে কোন প্রকার আপত্তিকর এবং বাজে শব্দ ব্যবহার করা যাবে না।
- লেখক-পাঠক কাউকে হেয় করার উদ্দেশ্যে কোন মন্তব্য করা যাবে না।
- কেউ একাধিক বার আপত্তিকর মন্তব্য করলে তাকে নিষিদ্ধ করা হবে এবং সে নিবন্ধিত সদস্য হয়ে থাকলে তার একাউন্ট বাতিল করা হবে।
মন্তব্যে কোন সাইটের প্রচারনার উদ্দেশ্যে কোন লিংক দেয়া যাবে না । - তবে পোস্টের বিষয়ের সাথে প্রাসংগিক কোন কিছুর সর্বাধিক দুটি লিংক দেয়া যাবে।
পুষ্টি হোম শেফ ডট কম এর সকল লেখার স্বত্ব ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। লেখক বা কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত কোন লেখা অন্য কোন অনলাইন বা অফলাইন মিডিয়াতে প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে