দুধ চিতই পিঠা
দুধ চিতই একটি ঐতিহ্যবাহী মিষ্টি এবং মজাদার বাঙালি পিঠা। এটি শীতকালে থাকা সেরা সুস্বাদু খাবারগুলোর মধ্যে একটি। এই পিঠা যেমন শুকনো খাওয়া যায় ঠিক তেমনই দুধে ভিজিয়েও খাওয়া যায়।
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
৬ কাপ দুধ | |
১/২ কাপ গুঁড়া দুধ | |
৫ টি এলাচ | |
২ টুকরা দারচিনি | |
২৫০ গ্রাম খেজুর গুঁড় | |
২ কাপ চালের গুঁড়া | |
১/২ চা চামচ লবণ | |
১/৪ কাপ নারকেল কোড়ানো | |
২ কাপ গরম পানি | |
সামান্য পুষ্টি সয়াবিন তেল |
প্রস্তুত প্রণালী
1.
সবকিছু একত্রে মিশিয়ে নিন
প্রথমেই একটি পাত্রে ৬ কাপ দুধ ও ১/২ কাপ গুঁড়ো দুধ, ৫টি এলাচ,২ টুকরো দারুচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপর ২৫০ গ্রাম খেজুরের গুড় দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিন। এরপর নামিয়ে রাখুন।
এরপর অন্য একটি পাত্রে ২ কাপ চালের গুঁড়ো, ১/২ চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই চালের গুঁড়োর মধ্যে ২ কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ১ মিনিট ব্লেন্ড করে নিন।
শেষ হলে মার্ক করে রাখুন
2.
পিঠা রান্না করে নিন
এরপর ২ টেবিল চামচ পানি দিয়ে আবারও মিশিয়ে নিন। এরপর ১/৪ কাপ নারকেল কোড়া দিয়ে মিশিয়ে নিন। এরপর গ্যাসে লোহার কড়াই বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর এরমধ্যে ১ হাতা ব্যাটার দিয়ে ঢেকে দিন। এরপর মিনিট তিনেক পর ঢাকনা তুলে নামিয়ে নিলে ফুলকো পিঠে তৈরি হয়ে যাবে। তারপর দুধের মধ্যে ভিজিয়ে নিন। এরপর ঢেকে ৬-৮ ঘন্টা রেখে দিলেই তৈরি ‘দুধ চিতই পিঠে’।
শেষ হলে মার্ক করে রাখুন
মতামত দিন
আপনার ইমেইল আইডি গোপন রাখা হবে। প্রয়োজনীয় অংশগুলো চিহ্নিত করা রয়েছে*।
Leave a Reply