ঘরেই বানিয়ে নিন টমেটো সস
সিঙ্গারা-সমুচা, পাকোড়া কিংবা রোল যেকোনো স্ন্যাকসের সাথে নির্ভরযোগ্য সঙ্গী হলো টমেটো সস। তবে বাজারের কেনা সসে নানা রকম কেমিক্যাল ও প্রিজারভেটিভ থাকে যা স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকারক। আর যদি ভালোটা কিনতে যাই সেক্ষেত্রে দাম হয়ে যায় প্রচুর। এই একই সস যদি ঘরে বানানো যায় তাহলে তা হবে স্বাস্থ্যকর ও সাশ্রয়ী। তাই পুষ্টি হোম শেফ নিয়ে এলো আপনাদের জন্য টমেটো সসের সহজ একটি রেসিপি।
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
৩ কেজি টমেটো | |
চিনি ১ কাপ | |
স্বাদমতো লবণ | |
১ চা চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়া | |
১ টেবিল চামচ মরিচ গুঁড়া | |
৩ টেবিল চামচ তেঁতুলের কাঁত | |
১/২ কাপ সিরকা | |
১.৫ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার |
প্রস্তুত প্রণালী
1.
টমেটো সেদ্ধ করে পিউরি তৈরি করে নেওয়া
টমেটোগুলো ৮ ভাগ করে কেটে নিতে হবে এবং মুখের সাদা শক্ত অংশ ফেলে দিতে হবে। এরপর আধা কাপ পানি দিয়ে মাঝারি আঁচে খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে খুব মিহি করে পিষে নিতে হবে। তৈরি হয়ে গেল টমেটো পিউরি।
শেষ হলে মার্ক করে রাখুন
2.
পিউরি থেকে টমেটো সস তৈরি
টমেটো পিউরি একটি চালনির সাহায্যে ছেঁকে নিতে হবে, কিছু আঁশ ও বিঁচি আলাদা হয়ে যাবে সেগুলো সস তৈরিতে ব্যবহার করা যাবে না। ছেঁকে নেওয়া পিউরি একটি পাতিলে নিয়ে চুলায় মাঝারি আঁচে বসিয়ে চিনি, লবণ, তেঁতুল, মরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে ১৫ মিনিট জ্বাল করতে থাকুন।
এরপর ভিনেগার দিয়ে আরও ১০ মিনিট জ্বাল দিয়ে নিন। একটি পাত্রে কর্ণ ফ্লাওয়ার আর একই পরিমান পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা টমেটো সসের মিশ্রণে মিশাতে হবে। এভাবে সস ঘন হয়ে আসা পর্যন্ত জ্বাল দিতে হবে।
এই ৩ কেজি টমেটো থেকে এক লিটারের কিছু বেশি টমেটো সস তৈরি হবে। এটি ফ্রিজে ৬ মাস সংরক্ষণ করা যাবে।
শেষ হলে মার্ক করে রাখুন
মতামত দিন
আপনার ইমেইল আইডি গোপন রাখা হবে। প্রয়োজনীয় অংশগুলো চিহ্নিত করা রয়েছে*।
Leave a Reply