ঘরে বসে মিল্ক চকোলেট
চকোলেট ডে উপলক্ষে প্রিয়জনকে সবাই সাধারণত চকোলেট উপহার দেয়। এইদিনটি আরেকটু স্পেশাল করতে আপনি চাইলে আপনার প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন নিজের বানানো মিল্ক চকোলেট। ঘরে মিল্ক চকোলেট তৈরি করা কঠিন বা জটিল কিছু না। আজকে আমরা যেই রেসিপি নিয়ে আলোচনা করব এই চকোলেট রেসিপিটিতে মাত্র ৪টি উপাদান এবং কয়েকটি সহজ পদক্ষেপ ব্যবহার করে ক্রিমযুক্ত,মিষ্টি ও সুস্বাদু চকোলেট বানানো সম্ভব।
যারা প্রথমবারের জন্য ঘরে তৈরি চকোলেট রেসিপি তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছেন, এক্ষেত্রে ডার্ক চকোলেট ব্যবহার করা উত্তম। এই হোমমেড চকোলেট রেসিপি আপনাকে অপরিশোধিত কোকো মাখন এবং কোকো পাউডার ব্যবহারের কারণে মিষ্টির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। যারা দোকানের চকোলেট পছন্দ করেন না, তারা সহজেই বাসায় কাস্টমাইজড এবং নিজের পছন্দমতো স্বাদযুক্ত চকোলেট বানিয়ে ফেলতে পারবেন। দোকানের রেগুলার চকোলেট এর থেকে ঘরে বানানো চকোলেট উভয় সুস্বাদু ও স্বাস্থ্যকর।
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
২ কাপ কোকো বাটার | |
২টেবিল চামচ কোকো পাউডার | |
১ কাপ গুঁড়া দুধ বা নারকের দুধের গুঁড়ো | |
পরিমাণমত ম্যাপল সিরাপ বা আপনার পছন্দের কোনো সিরাপ | |
পরিমাণমত লবণ | |
১টি চকোলেট ছাঁচ | |
১টি ডাবল বয়লার |