বাড়িতেই তৈরি করে নিন পিনাট বাটার

৬০ মিনিট

মধ্যম

৮ জন

সকালের নাস্তার টেবিলে ব্রেডের সাথে জ্যাম, জেলি বা বাটার আমরা প্রতিদিনই খেয়ে থাকি। চটজলদি নাস্তায় এসব খাবারের জুড়ি মেলা ভার। সকাল বা বিকেলের স্ন্যাকস টাইমে বা বাচ্চাদের টিফিনে অনায়াসেই দেয়া যায় ব্রেড এবং বাটার। তবে সচরাচর আমরা যে বাটার খেয়ে থাকি তাতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকার কারণে নিয়মিত খেলে বিভিন্ন রকম স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। অনেকেই আবার বাটারের বদলে ফ্র্রুট জেলি খেতে পছন্দ করেন না। এক্ষেত্রে সহজ সমাধান হতে পারে পিনাট বাটার। 

দারুণ স্বাদের এই পিনাট বাটার শুধু যে স্বাদেই অনন্য তা নয়, বরং এতে থাকা উপকারি ফ্যাট, ফাইবার এবং প্রোটিন আপনার সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে এবং সারাদিনের ফাস্ট ফুড ও অস্বাস্থ্যকর খাবারের চাহিদা কমাতে সক্ষম। বিশেষ করে যারা ডায়েট করছেন তাঁদের জন্য পিনাট বাটার খুবই উপকারী। পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন দুই টেবিল চামচ পরিমাণ পিনাট বাটার খাওয়া উচিত; যাতে আছে ৭ গ্রাম পরিমাণ প্রোটিন।
বাজারে বিভিন্ন নামীদামী ব্রান্ডের পিনাট বাটার পাওয়া গেলেও ব্যয়বহুল এই খাবারটি অনেকের জন্য কেনা সম্ভব হয়ে ওঠেনা। আবার অনেকেই প্রিজারভেটিভ মুক্ত পিনাট বাটার পছন্দ করেন। তাই এর জন্য সহজ পন্থা হচ্ছে বাড়িতেই পিনাট বাটার বানিয়ে নেয়া। তো চলুন জেনে নেই ঘরে বসেই খুব সহজে এবং কম খরচে কীভাবে বানিয়ে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট পিনাট বাটার।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
কাপ বাদাম
চা চামচ কোকো পাউডার
চা চামচ পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেল
চা চামচ পুষ্টি মধু
চিমটি লবণ
১/২ চা চামচ এলাচ গুঁড়া
চা চামচ চকলেট চিপস

পুষ্টিগুণ

৫০ গ্রাম ফ্যাট
১০০ গ্রাম প্রোটিন
৮০ গ্রাম শ্যুগার
৪৩৬ গ্রাম ক্যালোরি
৩০০ গ্রাম শর্করা
১০ গ্রাম ট্রান্স ফ্যাট

প্রস্তুত প্রণালী

1.

বাদামগুলোকে ব্লেন্ড করে নিন

প্রথমেই একটি শুকনো প্যান গরম করে তাতে বাদাম হালকা করে ভেজে নিন। মাঝারি আঁচে মিনিট পাঁচেক ভেজে নিয়ে একটি ঝাঁঝরিতে বাদামগুলো চেলে দিন। এবার বাদামের উপর টিস্যু বা কাপড় দিয়ে ঘষা দিয়ে বাদামের খোসা আলাদা করে নিন। এরপর খোসা ছাড়ানো বাদামগুলোকে একটি ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিন।
শেষ হলে মার্ক করে রাখুন
2.

অন্যান্য উপাদান মিশিয়ে আবারো ব্লেন্ড করুন

বাদাম একদম মিহি গুঁড়া হয়ে গেলে এর মধ্যে একে একে তেল, কোকো পাউডার, চকলেট চিপস, মধু ও লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। প্রতিটি উপকরণ দেয়ার পর মিনিট খানেক ব্লেন্ড করতে থাকুন। এভাবে পাঁচ থেকে ছয় মিনিট ব্লেন্ড করুন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেলেই বুঝবেন আপনার পিনাট বাটার রেডি!
শেষ হলে মার্ক করে রাখুন

মন্তব্য

একটি পরিষ্কার কাঁচের বোতল বা এয়ারটাইট প্লাস্টিকের বোতলে সংরক্ষণ করুন মজাদার পিনাট বাটার।
বিশেষ দ্রষ্টব্যঃ *উপরে উল্লিখিত পুষ্টিগুণগুলো খাবারের উপাদানসমূহের উপর ভিত্তি করে করা একটি মোটামুটি অনুমান। মনে রাখবেন যে মানগুলো ক্ষেত্র থেকে ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। *আপনি রেসিপির কাজগুলো সম্পন্ন করতে পারেন এমন অনেক উপায় রয়েছে। আপনি যদি বিশ্বাস করেন যে কিছু নির্দেশনাকে আরও উন্নত করা যেতে পারে, বা এর একটি ভালো বিকল্প সমাধান রয়েছে, তাহলে নির্দ্বিধায় মন্তব্য করুন।