দেশি রেসিপি আম ডাল

৪৫ মিনিট

সহজ

২/৩ জন

গ্রীষ্মকাল আসার আগেই বাজারে আসা শুরু হয় কাঁচা আম। কাঁচা আমের টক স্বাদের মুখরোচক একটি রান্না করার জন্য ডাল ব্যবহার করে খেতে পারেন ভিন্ন স্বাদের রেসিপি আম ডাল। এটি যেমন  সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরা। এই ডাল হজমের জন্য যেমন সহায়ক তেমনি সহজপাচ্য। আম ডাল গরমের ক্লান্তি কাটাতেও সাহায্য করে। এছাড়াও গরমের সময় অরুচি কাটাতেও সহায়ক টক স্বাদের এই ডাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন আমের ডাল।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
টি কাঁচা আম
কাপ মসুর ডাল
কাপ মুগ ডাল
আধাচা চামচ পাঁচফোড়ন
স্বাদমত লবণ
সামান্য চিনি
৪-৫ টি শুকনো মরিচ
চা চামচ হলুদ গুঁড়া
আধাচা চামচ জিরা গুঁড়া
আধাচা চামচ পুষ্টি সরিষার তেল
অর্ধেক লেবু

প্রস্তুত প্রণালী

1.

ডাল সিদ্ধ করে নিন

প্রথমে ডাল ধুয়ে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এর পর দুই কাপ পানির মধ্যে ডাল সিদ্ধ করুন
শেষ হলে মার্ক করে রাখুন
2.

আমে মশলা মাখিয়ে নিন

আমের খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে লবণ ও সামান্য হলুদ দিয়ে মেখে রেখে দিন।কড়াইয়ে সরষের তেল গরম করে পাঁচফোড়ন, শুকনা মরিচ ও জিরা ফোড়ন দিন। আমের টুকরোগুলো ফোড়নের মধ্যে দিয়ে সামান্য ভেজে নিন
শেষ হলে মার্ক করে রাখুন
3.

ডাল রান্না করে নিন

আম সিদ্ধ করে রাখা ডালের মধ্যে ঢেলে দিয়ে স্বাদ মতো লবণ ও চিনি দিন। প্রয়োজন অনুযায়ী পানি (যদি লাগে) দিয়ে ডাল ফুটতে দিন
শেষ হলে মার্ক করে রাখুন
4.

পরিবেশন

লেবু কেটে ডালের উপরে ছড়িয়ে নামিয়ে নিন মজাদার টক ডাল।
শেষ হলে মার্ক করে রাখুন