টার্কিশ আদানা কাবাব

৬০ মিনিট

সহজ

৬-৮ জন

আজকাল আশে পাশে টার্কিশ রেস্টুরেন্টের ছড়াছড়ি, এইসব জায়গায় কাবাবই মূলত প্রধান ডিশ। আদানা কাবাব তার মধ্যে একটি।  তুরস্কের কাবাবের জন্য বিখ্যাত শহর আদানা’র নামে এই কাবাবের নাম দেওয়া হয়েছে। সুস্বাদু এই খাবারটি তুরস্কে ব্যাপক জনপ্রিয়। কাবাবটি নরম তুলতুলে ভাব ও জুসিনেস এটিকে অন্য সব কাবাব থেকে আলাদা করেছে। সুস্বাদু এই কাবাব রুটি, পোলাও, খিচুড়ি, পরোটা ইত্যাদির সঙ্গে খাওয়া যায়।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
কেজি গরু/খাসির মাংসের কিমা
টি লাল ক্যাপসিকাম
৫-৬ টি কাঁচা মরিচ কুঁচি
৫-৭ টি বড় রসুনের কোয়া কুঁচি
১/৪ কাপ পেঁয়াজ কুঁচি
১/৪কাপ ধনিয়া পাতা কুঁচি
চা চামচ গোলমরিচ গুঁড়া
টেবিল চামচ লেবুর রস
১/২ চা চামচ লেবুর চামড়া কুঁচি
১/২ টেবিল চামচ ধনিয়া গুঁড়া
চা চামচ ভাজা জিরার গুঁড়া
চা চামচ পাপরিকা গুঁড়া
চা চামচ লাল মরিচের গুঁড়া
স্বাদমত লবণ
পরিমাণ মতো পুষ্টি সয়াবিন তেল
কয়েকটি বাঁশ/লোহার শিক

প্রস্তুত প্রণালী

1.

কিমা, সবজি ও মসলা প্রস্তুত করা

বাজার থেকে চর্বি সহ কিমা আনতে হবে, চর্বি-মাংসের অনুপাত ৩০ঃ৭০ হবে তা না হলে কাবাব জুসি ও নরম থাকবে না। একটি ব্লেন্ডারে কিমা দিয়ে তাতে অন্য সকল মসলা দিয়ে ১০ সেকেন্ড করে ব্লেন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিহি একটি মিশ্রণ তৈরি হয়। সব সবজি মসলা একেবারে মিহি কুচি হয়ে কিমার সাথে মিশে থাকবে। মিশ্রণটি ৩০ মিনিট রেফ্রিজারেটরে রাখতে হবে
শেষ হলে মার্ক করে রাখুন
2.

কাবাবের কিমা মাখানো ও শাসলিকে গাঁথা

বাজারে চ্যাপ্টা লোহার বা বাঁশের কাবাব শিক কিনতে পাওয়া যায়। এক মুঠ ব্লেন্ড কিমা নিয়ে শিকে লম্বা করে গেঁথে নিতে হবে। এমন ভাবে গাঁথতে হবে যাতে চারপাশে পুরুত্ব সমান থাকে। শিকে গাঁথা কাবাবের গায়ে ১ সেন্টিমিটার পর পর দুই আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে তাহলে আদানা কাবাবের অথেন্টিক আকারটি পাওয়া যাবে। একই ভাবে সব কিমার মিশ্রণ শেষ করুন
শেষ হলে মার্ক করে রাখুন
3.

কাবাব ভাজা ও পরিবেশন

একটি তাওয়াতে তেল গরম করে কম আঁচে কাবাব উভয় পাশে ৪-৫ মিনিট করে ভেজে তুলুন। বেশি ভাজলে কাবাবের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। পরিবেশনের জন্য টমেটো সালাদ, রুমালি রুটি ও রায়তা রাখতে পারেন।
শেষ হলে মার্ক করে রাখুন