ইফতারে আলুর চপ

৩০ মিনিট

সহজ

৪-৫ জন

আলুর চপ আমাদের দেশে দারুণ জনপ্রিয় একটি খাবার। বিকেলের নাস্তায় অথবা স্ট্রিট ফুড এক্সপেরিয়েন্স করতে আলুর চপ অনেক বেশি খাওয়া হয়। এছাড়াও  ইফতারের আয়োজনে আলুর চপ না হলে ইফতার যেন খুব একটা জমে না।  উপরে ক্রিস্পি মুচমুচে আর ভেতরে নরম তুলতুলে আলুর পুর, খেতে খুবই স্বাদের। বাহিরে থেকে কেনা অস্বাস্থ্যকর আলুর চপ না কিনে,এই রেসিপি ফলো করে ঘরেই বানিয়ে ফেলুন । একই রেসিপি ফলো করে শুধু আলুর পুরের ভেতরে ডিম সিদ্ধ বা কিমা দিয়ে তৈরি করতে পারেন ডিম চপ কিংবা কিমা চপ।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
১ কাপ বেসন
১ চা চামচ মরিচ গুঁড়া
১/২ চা চামচ হলুদ গুঁড়া
১/২ চা চামচ জিরা গুঁড়া
১/২ চা চামচ ধনিয়া গুঁড়া
২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
২ টেবিল চামচ চালের গুঁড়া
১/৪ চা চামচ বেকিং সোডা
স্বাদ মতো লবণ
পরিমাণ মতো পানি
২ কাপ আলু (সিদ্ধ করে ভর্তা করে নেওয়া)
১/৪ কাপ পেঁয়াজ বেরেস্তা
১ চা চামচ টালা শুকনা মরিচ ভাঙা (চিলি ফ্লেকস)
১/৪ কাপ ধনিয়া পাতা কুচি
১/২ চা চামচ ভাজা জিরা গুঁড়া
১/২ চা চামচ চাট মসলা
স্বাদ মতো লবণ
ভাজার জন্য পুষ্টি সয়াবিন তেল

প্রস্তুত প্রণালী

1.

প্রথমে বেসনের একটি মিশ্রণ তৈরি করতে হবে যা হবে চপের মচমচে আবরণ

বেসন চালনিতে চেলে নিয়ে, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কর্ণ ফ্লাওয়ার, চালের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এতে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করতে হবে। একসাথে অনেক পানি দিলে বেসন দলা বেঁধে যেতে পারে, এবং মসৃণ ব্যাটার তৈরি হবে না। এগ বিটার দিয়ে অনেকক্ষণ ফেটে একটি মসৃণ মিশ্রণ তৈরি হবে। আঙুল ডুবিয়ে দেখতে হবে ব্যাটারটি আঙুলে একটি সুন্দর আবরণ দিচ্ছে যা খুব মোটা বা পাতলা নয় তাহলে বুঝতে হবে ব্যাটারটি তৈরি। তেলে ভাজার আগে ব্যাটারে বেকিং সোডা দিয়ে আবার মিশিয়ে নিন।
শেষ হলে মার্ক করে রাখুন
2.

তারপর আলু চপের আলু তৈরি করতে হবে

পেঁয়াজ বেরেস্তা, টালা শুকনা মরিচ ভাঙা (চিলি ফ্লেকস), ধনিয়া পাতা কুঁচি, ভাজা জিরা গুঁড়া, চাট মসলা, স্বাদ মতো লবণ ইত্যাদি হাত দিয়ে ভালো করে মাখিয়ে; তারপর ভর্তা করে রাখা আলুর সঙ্গে ভালোভাবে মেখে নিন। এর পর অল্প অল্প নিয়ে পছন্দ মতো চপের আকার দিন। তারপর আধা ঘন্টা ফ্রিজারে রেখে দিন।
শেষ হলে মার্ক করে রাখুন
3.

আলুর চপগুলো ব্যাটারে গড়িয়ে ভেজে নিতে হবে।

বেসনের ব্যাটারে বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এর পর ফ্রিজার থেকে চপগুলো বের করে ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে নিন। হয়ে গেল মজাদার আলুর চপ।
শেষ হলে মার্ক করে রাখুন