মুচমুচে বাঁধাকপির পাকোড়া

৩০ মিনিট

সহজ

৪ জন

বিকেলে গরম গরম সবজি পাকোড়া খেতে কার না ভালো লাগে। ঘরে থাকা সবজি দিয়েই তৈরি করা যায় সবজি পাকোড়া। বাঁধাকপি ভাজি বা রান্না অনেকেই খেতে পছন্দ করে না, ভাজা-ভুজি পাকোড়ার মতো আইটেম হলেও কিছু অন্তত খাওয়া হয়। এছাড়াও যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের সবজি খাওয়ানোর জন্য বাঁধাকপির পাকোড়া ভালো উপায়। সহজেই বানিয়ে পরিবেশন করুন চাটনি এবং চায়ের সাথে।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
২.৫ কাপ বাঁধাকপি
৫-৬ টি কাঁচা মরিচ কুচি
১/৪ কাপ ধনিয়া পাতা কুচি
১ কাপ বেসন
১/৪ কাপ চালের গুঁড়া
১ চা চামচ চাট মসলা
১/২ চা চামচ আদা বাটা
১/২ চা চামচ রসুন বাটা
১ চা চামচ গোটা জিরা
১/২ চা চাচচ ধনিয়া গুঁড়া
১/২ চা চামচ জিরা গুঁড়া
১ চা চামচ মরিচ গুঁড়া
স্বাদ মতো লবণ
পরিমাণ মতো পানি
ভাজার জন্য পুষ্টি সয়াবিন তেল

প্রস্তুত প্রণালী

1.

সব শুকনো উপকরণ বড়ো পাত্রে মিশানো

বেসন, চালের গুঁড়ার সাথে সব শুকনো মসলা, লবণ মিশাতে হবে ভালোভাবে কারণ এই মিশ্রণের মসলা লবণই বাঁধাকপির চারপাশের আবরণ হবে।
শেষ হলে মার্ক করে রাখুন
2.

অন্যান্য মসলা ও বাধঁকপি দিয়ে পাকোড়ার মিশ্রন তৈরি

শুকনো মিশ্রণের পাত্রে বাধঁকপি ও অন্যান্য বাকি মসলা দিয়ে খুব ভালোভাবে কচলে মাখাতে হবে কোনো পানি না দিয়ে, এতে করে বাধঁকপি থেকে যেই পানি বের হবে তাতে অনেকখানি মাখানো হয়ে যাবে। খুব বেশি আঠালো বা পানির প্রয়োজন মনে হলে অল্প পানি দিয়ে মাখিয়ে দেখতে হবে বাধঁকপিতে বেসনের আবরণ এবং সবজি একত্রে পাকোড়ার আকার নিচ্ছে কিনা। যদি ব্যাতিক্রম হয় তাহলে প্রয়োজন অনুসারে পানি বা বেসন দেওয়া যাবে।
শেষ হলে মার্ক করে রাখুন
3.

পাকোড়াগুলো তেলে ভাজা

কড়াইয়ে তেল গরম করে ছোটো ছোটো করে পাকোড়ার মিশ্রণটি নিয়ে তেলে ছাড়তে হবে সোনালি-বাদামি করে ভাজা হলে পাকোড়া তুলে টিস্যুতে তেল ঝড়ানোর জন্য রাখতে হবে। সব গুলো ভাজা হয়ে গেলে চাটনি অথবা সসের সাথে পরিবেশন করুন
শেষ হলে মার্ক করে রাখুন

মতামত দিন

আপনার ইমেইল আইডি গোপন রাখা হবে। প্রয়োজনীয় অংশগুলো চিহ্নিত করা রয়েছে*।

Your email address will not be published. Required fields are marked *