মজাদার বেসন চাপটি পিঠা
শীতকাল এলেই ছিটা রুটি, খোলার পিঠা, চিতই কিংবা চাপটি খাওয়ার আগ্রহ বেড়ে যায়। গরম গরম পিঠা শীতের ঠান্ডার ভেতর একটা আরামের অনুভূতি দেয়। রুটি ২-৩টি খেলেই পেট ভরে উঠে। কিন্তু শীতের এই পিঠাগুলো ৫-৬টি খেয়ে ফেললেও টের পাওয়া ভার। রসুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, সরিষা ভর্তাদ, গরু কিংবা হাঁস ভুনা সবকিছুর সাথেই একেবারে জমে যায় এই চাপটি পিঠা।
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
১ কাপ বেসন | |
১টি ডিম | |
স্বাদমতো লবণ | |
১/২ চা চামচ আদা বাটা | |
১/২ চা চামচ রসুন বাটা | |
১/৪ কাপ পেঁয়াজ কুঁচি | |
১ টেবিল চামচ কাঁচা মরিচ কুঁচি | |
১ চা চামচ মরিচ গুঁড়া | |
১/২ চা চামচ হলুদ গুঁড়া | |
১/২ চা চামচ ভাজা জিরা গুঁড়া | |
৩ টেবিল চামচ ধনিয়া পাতা কুঁচি | |
পরিমাণমতো পানি | |
পরিমাণমতো পুষ্টি সয়াবিন তেল |
প্রস্তুত প্রণালী
1.
চাপটির গোলা তৈরি
একটি পাত্রে বেসন ও গুঁড়া মসলা মিশিয়ে চালনি দিয়ে চেলে নিতে হবে। এরপর এতে অল্প অল্প করে পানি, লবণ ও ডিম দিয়ে ফেটে নিতে হবে। মিশ্রণটি বেগুনির গোলা থেকে সামান্য ঘন হবে। মিশ্রণে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা ও আদা-রসুন বাটা দিয়ে আরও কয়েকবার ফেটে নিন। ঢেকে রাখুন ১৫ মিনিট।
শেষ হলে মার্ক করে রাখুন
2.
চাপটি তৈরি
একটি তাওয়া চুলায় বসিয়ে খুব ভালো করে তা গরম করে নিন। তাতে ৩-৪ ফোঁটা তেল দিয়ে পুরো তাওয়াতে ছড়িয়ে দিন। এরপর আধা কাপ পরিমাণ চাপটির গোলা নিয়ে তা পুরো তাওয়াতে সমানভাবে রুটির মতো ছড়িয়ে দিন। এরপর ঢেকে মৃদু আঁচে ৩-৪ মিনিট অপেক্ষা করুন, ঢাকনা তুলে দেখুন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন হাঁসের মাংস, গরুর মাংস কিংবা সরিষা ভর্তার সাথে সার্ভ করুন।
শেষ হলে মার্ক করে রাখুন
মতামত দিন
আপনার ইমেইল আইডি গোপন রাখা হবে। প্রয়োজনীয় অংশগুলো চিহ্নিত করা রয়েছে*।
Leave a Reply