ইফতারে চিকেন পাকোড়া
অতি সহজ
পাকোড়া এক ধরনের পিঁয়াজুই। তবে এতে ছোলার ডালের পরিবর্তে বেসন ব্যবহার করা হয়। আর সাধারণ পিঁয়াজুর চেয়ে এতে সবজির পরিমাণ বেশি থাকে। তবে সবজির পাশাপাশি চিকেন পাকোড়াও অনেক জনপ্রিয়। সবজি পাকোড়া আমরা হর-হামেশাই শুনে থাকি বা খেয়ে থাকি। স্বাদে পরিবর্তন ও নাস্তায় নতুনত্ব আনতে চিকেন পাকোড়ার জুড়ি নেই। একে পপকর্ণ চিকেন বলেও চালিয়ে দেওয়া যেতে পারে কারণ এর আকার ও স্বাদ প্রায় একই এবং উপমহাদেশের দেশগুলোতে স্ট্রিটফুড হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয়।
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
| ৫০০ গ্রাম চিকেন থাই | |
| ১ চা চামচ রসুন বাটা | |
| ১ ১/২ (দেড়) চা চামচ আদা বাটা | |
| ৩ টি কাঁচা মরিচ | |
| ১ চা চামচ চিলি ফ্লেকস | |
| ১ চা চামচ লেবুর রস | |
| ১ চা চামচ ভাজা জিরা গুঁড়া | |
| ১ চা চামচ ধনিয়া গুঁড়া | |
| ১ টেবিল চামচ পুদিনা পাতা কুচি | |
| ১ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি | |
| স্বাদ মতো লবণ | |
| ১ কাপ বেসন | |
| ৩ টেবিল চামচ চালের গুঁড়া | |
| ৩ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার | |
| ভাজার জন্য পুষ্টি সয়াবিন তেল |
প্রস্তুত প্রণালী
1.
চিকেন টুকরা করা ও মেরিনেড করা
চিকেন থাইগুলো হাড় ছড়িয়ে ছোটো ছোটো টুকরা করে নিন। বেসন, চালের গুঁড়া, লবণ, তেল বাদে সকল উপকরণ দিয়ে মাখিয়ে রাখুন এক ঘণ্টা।
শেষ হলে মার্ক করে রাখুন
2.
পাকোড়ার মিশ্রণ তৈরি ও তেলে ভাজা
এক ঘণ্টা পর বেসন, চালের গুঁড়া, লবণ মেরিনেট করা মুরগিতে দিয়ে ভালোভাবে মিশাতে হবে, এতে করে আঠালো আবরণ পড়বে টুকরা গুলোয় । মুরগির টুকরাগুলো পানি ছাড়বে তাতেই হয়ে যাওয়ার কথা তবে না হলে এক টেবিল চামচ করে তিন টেবিল চামচ পর্যন্ত পানি দেওয়া যাবে আঠালো মিশ্রণ না হওয়া পর্যন্ত। হয়ে গেলে এক একটি টুকরা ডুবো তেলে ছেড়ে মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলতে হবে। এর পর পরিবেশন করুন চাটনি বা সসের সাথে
শেষ হলে মার্ক করে রাখুন