চিকেন স্যান্ডউইচ
বাড়িতে স্বাস্থ্যকর ও মুখরোচক কিছু বানাতে চাইলে চিকেন স্যান্ডউইচের মত সহজ রেসিপি আর নেই। সব বয়সীদের খাওয়ার জন্য দ্রুত ও মানানসই উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় মজাদার চিকেন স্যান্ডউইচ
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
| ২০০ গ্রাম চিকেন ব্রেস্ট | |
| ৮ স্লাইস পাউরুটি | |
| ৪-৫ টি লেটুস পাতা | |
| ১ চা চামচ আদা-রসূন পেস্ট | |
| পরিমাণমতো গোল মরিচ গুঁড়া | |
| আধা কাপ মেয়োনিজ | |
| পরিমাণমত লবণ | |
| ১ টেবিল চামচ বাটার |
প্রস্তুত প্রণালী
1.
একটি পাত্রে সবকিছু মিশিয়ে নিন
একটি পাত্রের মধ্যে চিকেন ব্রেস্ট, আদা রসুনের পেস্ট, লবণ, গোলমরিচের গুঁড়া ভাল করে মিশিয়ে নিন
শেষ হলে মার্ক করে রাখুন
2.
স্যান্ডউইচ তৈরি করে নিন
স্লাইসগুলিতে বাটার লাগিয়ে তার উপর চিকেনের স্টাফিং দিয়ে দিন, সাথে মেয়োনিজ দিয়ে ভাল করে ছড়িয়ে দিন। আরেকটি স্লাইস উপর দিয়ে আলতো করে চেপে বসিয়ে দিন
শেষ হলে মার্ক করে রাখুন
3.
পরিবেশন
পাউরুটির চারপাশের কোনাগুলো কেটে দিন এবং স্যান্ডউইচ মেকারে গ্রিল করে নিন। এরপর সস আর মেয়োনেজ দিয়ে পরিবেশন করুন।
শেষ হলে মার্ক করে রাখুন