মজাদার চকলেট মুজ কেক

অতি সহজ

চকলেট আমাদের সবারই পছন্দ। প্রিয়জন কে সারপ্রাইজ দিতে চকলেট বা চকলেট কেকের চেয়ে ভালো অপশন হতেই পারে না। আর তা যদি হয় নিজের হাতে বানানো কোনো চকলেট কেক তাহলে তার আবেদন বেড়ে যায় বহুগুণ। চলুন দেখি ঘরে বসে খুব সহজেই চকলেট মুজ কেক বানানোর সহজ রেসিপি । এমন আরও সব দারুণ রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন পুষ্টি হোম শেফ এর ইউটিউব চ্যানেল।

কোন পর্যালোচনা নাই

প্রস্তুত প্রণালী

1.

৭৫ গ্রাম মিল্ক চকলেট ছোটো করে কেটে নিন , গরম পানির বোলের উপর আরেকটি বাটিতে মিল্ক চকলেট নিয়ে গলিয়ে নিন ।
শেষ হলে মার্ক করে রাখুন
2.

৭৫০ মিঃলিঃ হুইপড ক্রিম মিক্স করে ঘন করে নিন, মিল্ক চকলেটের সাথে ২০০ মিঃলিঃ হুইপড ক্রিম মিক্স করে নিন । ৭৫ গ্রাম ডার্ক চকলেট ছোটো করে কেটে নিন , গরম পানির বোলের উপর আরেকটি বাটিতে ডার্ক চকলেট নিয়ে গলিয়ে নিন, এবার ডার্ক চকলেটের সাথে ২০০ মিঃলিঃ হুইপড ক্রিম মিক্স করে নিন ।
শেষ হলে মার্ক করে রাখুন
3.

চকলেট বিস্কুট গুঁড়া করে গ্লাসে নিন । এরপর মিল্ক ফ্লেভারড ক্রিম গ্লাসে নিন - অতঃপর ডার্ক ফ্লেভারড ক্রিম গ্লাসে নিন, এর উপরে চকলেট বিস্কুট দিয়ে দিন । এবার অল্প পরিমাণ হুইপড ক্রিম দিয়ে পরিবেশন করুন ।
শেষ হলে মার্ক করে রাখুন