ধুন্দল দিয়ে চিংড়ি মাছের তরকারি

৩০ মিনিট

সহজ

৩-৪ জন

ধুন্দোল/ধুন্দুল একটি নরম সবজি, ধুন্দলের সাথে চিংড়ি ব্যবহার করলে এর স্বাদ বেড়ে যায় বহুগুণ। এটি একটি সহজ রেসিপি  যা মাত্র কয়েকটি উপাদান দিয়ে রান্না করা যায় সহজেই। মজাদার দেশি এই রেসিপিটিই দেখবো আজ-

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
কেজি ধুন্দল
কাপ চিংড়ি
১/৩ কাপ পুষ্টি সয়াবিন তেল
চিমটি কাঁচা জিরা
কাপ পেঁয়াজ
১/২ টেবিল চামচ হলুদের গুঁড়া
১/২ টেবিল চামচ শুকনা লাল মরিচের গুঁড়া
১/২ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া
টেবিল চামচ রসুন বাটা
স্বাদমত লবণ
৩/৪ পিস কাঁচা মরিচ
১/৩ কাপ ধনিয়া পাতা

প্রস্তুত প্রণালী

1.

মশলা কষিয়ে নিন

প্রথমেই একটি কড়াইয়ে তেল ঢেলে নিন। এরপর এরমধ্যে কাঁচা জিরা দিয়ে দিন। এটি খাবারের স্বাদ বৃদ্ধি করবে। এরপর দিয়ে দিন এক কাপ পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন।
মশলা কষানোর জন্য অর্ধেক কাপ পানি দিয়ে দিন। এরসাথে দিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ, অর্ধেক চা চামচ হলুদের গুঁড়ো, অর্ধেক চা চামচ মরিচের গুঁড়ো অর্ধেক চা চামচ জিরার গুঁড়ো এবং এক চা চামচ রসুন বাঁটা। চাইলে কাটা রসুনও ব্যবহার করা যেতে পারে।
শেষ হলে মার্ক করে রাখুন
2.

মূল রান্না

ভালোকরে চিংড়ি মাছ পরিষ্কার করে নিন। চিংড়ি মাছ কষিয়ে নিন। তেল একটু ভেসে আসলে এতে ধুন্দুল যোগ করে নিন। এবার মিডিয়াম আঁচে সবকিছু একত্রে কষিয়ে নিন। চাইলে অল্প পানি যোগ করুন। এবার কয়েকটা কাঁচা মরিচ ফালি এবং ধনিয়া পাতা দিয়ে আরো দুই মিনিট রান্না করুন। খুবই সামান্য আঁচে ঢেকে দিন। ব্যস! তৈরি হয়ে গেলো আপনার রেসিপি।
শেষ হলে মার্ক করে রাখুন

মতামত দিন

আপনার ইমেইল আইডি গোপন রাখা হবে। প্রয়োজনীয় অংশগুলো চিহ্নিত করা রয়েছে*।

Your email address will not be published. Required fields are marked *