চটপটে দই বড়া

৬০ মিনিট

সহজ

৪/৫ জন

যারা দই বড়া পছন্দ করেন তারা ভালো দই বড়ার সন্ধান পেলে খাওয়ার জন্য দূর-দূরান্তে যেতে পারেন আর রমজান মাস ছাড়া বাইরে খুব একটা দই বড়াও পাওয়া যায় না।  আবার দই বড়া ঘরে বানানো খুবই ঝামেলার, ডাল ভেজানো, সেই ডাল আবার বেটে নেওয়া, ঘনত্ব ঠিক হওয়া; সবকিছু মেপে খুব সাবধানে করতে হয়, একটু এদিক ওদিক হলে বড়া শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো হবে না। এখন থেকে খুব সহজলভ্য একটি উপকরণ দিয়ে, ডাল বাটাবাটির ও পরিমাণের অনুপাতের ঝামেলা ছাড়া অল্প উপকরন দিয়ে তুলতুলে নরম দই বড়া বানাতে পারবেন ঘরেই এই রেসিপি ফলো করে।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
কাপ সুজি
১/২ কাপ টক দই
১/২ কাপ পানি
১/৪ চা চামচ রসুন বাঁটা
১/৪ চা চামচ আদা বাঁটা
১/৪ চা চামচ বেকিং সোডা
স্বাদমত লবণ
পুষ্টি সয়াবিন তেল (ভাজার জন্য)
দইবড়ার দই
কাপ টকদই
চা চামচ বিট লবণ
১/২ চা চামচ জিরা গুঁড়া
চা চামচ চটপটির মসলা
১/২ চা চামচ শুকনা মরিচের গুঁড়া
২/২.৫টেবিল চামচ চিনি
স্বাদমত লবণ

প্রস্তুত প্রণালী

1.

তেঁতুলের চাটনি তৈরি

তেঁতুল দুই কাপ কুসুম গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে ভালোভাবে কচলে তেঁতুলের কাঁত বা পাল্প বের করে নিন। তেতুলের বিঁচি ও আঁশ থেকে থাকতে তা বেছে ফেলে দিন। এইবার চুলার আঁচ মাঝারি রেখে তাতে একটি পাত্র বসিয়ে এতে তেঁতুল, এক কাপ পানি ও বাকি সব উপকরণ দিয়ে জ্বাল করতে থাকুন এবং এসময় অনবরত নাড়তে হবে। এইভাবে ১৫ মিনিট জ্বাল করার পর যদি সসের মতো ঘনত্ব হয় তাহলে নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে নিন
শেষ হলে মার্ক করে রাখুন
2.

ধনে পাতার চাটনি

রেসিপিতে দেওয়া সকল উপকরণ ব্লেন্ডারে দিয়ে খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যদি প্রয়োজন হয় অল্প পানি দিন
শেষ হলে মার্ক করে রাখুন
3.

দইয়ের মিশ্রণ তৈরি

সাধারণ তাপমাত্রার দই নিয়ে এতে সকল উপকরণ মিশিয়ে এগ নিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিন, তাহলেই তৈরি হয়ে যাবে দই বড়ার দই। এর ঝাল- মিষ্টি আপনারা পছন্দ মত কম বা বেশি করে নিতে পারেন। দইয়ের মিশ্রণটি ফ্রিজে রাখুন
শেষ হলে মার্ক করে রাখুন
4.

বড়া তৈরি

একটি পাত্রে কাঁচা সুজি, পানি ও টকদই খুব ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে দিন। আধা ঘন্টা পর এতে আদা-রসু্ন বাটা, লবণ ও বেকিং সোডা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিন। এতে একটি আঠালো মিশ্রন তৈরি হবে। এইবার একটি কড়াই চুলায় বসিয়ে তেল নিয়ে মাঝারি আঁচে গরম করে একে একে বড়ো বড়ো বড়ার আকারে তেলে ছাড়তে হবে, ডুবো তেলে সোনালী করে ভেজে তুলতে হবে, কোন অবস্থাতেই বড়াগুলো বাদামি করা যাবে না।
অন্য একটি বাটিতে দুই-তিন আঙ্গুল দোবানো যায় এমন পরিমাণ কুসুম গরম পানি নিয়ে এতে স্বাদমত লবণ দিতে হবে যাতে পানির স্বাদ নোনতা হয়। এতে ভেজে রাখা বড়া গুলো ডুবিয়ে রাখতে হবে ৮-১০ মিনিট। ৮-১০ মিনিট পর বড়া গুলো তুলে হালকা হাতে চেপে পানি ঝড়িয়ে নিইয়ে প্লেটে সাজিয়ে রাখুন
শেষ হলে মার্ক করে রাখুন
5.

দই বড়া বানানো

প্লেটে সাজিয়ে রাখা বড়া গুলোর উপর ঠান্ডা দইয়ের মিশ্রণটি ছড়িয়ে দি্ন যাতে দইয়ে বড়াগুলো ডুবে থাকে। এইভাবে কমপক্ষে ১ ঘন্টা ফ্রিজে রাখুন। তারপর দই বড়ার উপর ধনে পাতা ও তেঁতুলের চাটনি দিয়ে দিন পরিমাণমতো
শেষ হলে মার্ক করে রাখুন