স্বাদ আর সুস্বাস্থ্যে গাজরের জুস

২০ মিনিট

অতি সহজ

২ জন

গাজরের জুস তৈরি করা বেশ সহজ। শুধুমাত্র একটি ভালো গাজরের জুসার (বা একটি ব্লেন্ডার) এবং কয়েকটি গাজরের সাহায্যেই তৈরি করা যাবে এটি। স্বাদের জন্য বা স্বাস্থ্যের উন্নতির জন্য গাজরের জুস অনেক উপকারি। চলুন দেখে নেওয়া যাক-

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
কাপ গাজর (ছোটো টুকরা করা)
কাপ পানি
চামচ চিনি
চামচ লেবুর রস
স্বাদ অনুযায়ী লবণ
কয়েক টুকরা বরফ

প্রস্তুত প্রণালী

1.

গাজর কেটে নিন

প্রথমে গাজর কে খোসা ছাড়িয়ে ভাল করে ধোয়ে ছোট ছোট টুকরা করে নিন । এবার ব্লেন্ডারের জগে ওপরের সব উপকরণ একসাথে দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন।
শেষ হলে মার্ক করে রাখুন
2.

পরিবেশন

এবার একটা ছাকনি দিয়ে জুসটাকে ছেকে নিন এবং অবশিষ্ট অংশটা ফেলে দিন। এবার কয়েক টুকরা বরফ জুসের মধ্যে দিয়ে পরিবেশন করুন।
শেষ হলে মার্ক করে রাখুন

মতামত দিন

আপনার ইমেইল আইডি গোপন রাখা হবে। প্রয়োজনীয় অংশগুলো চিহ্নিত করা রয়েছে*।

Your email address will not be published. Required fields are marked *