গার্লিক চিকেন রেসিপি
গার্লিক চিকেন মূলত কন্টিনেন্টাল একটি রেসিপি। তবে রান্নার ধরণ জায়গা ভেদে আলাদা। একই রেসিপিতে গার্লিক চিকেনের মতো, গার্লিক প্রণ বা ফিশও রান্না করা যায় । বিভিন্ন কন্টিনেন্টাল রেস্টুরেন্টে কিংবা বুফে তে গেলে এই আইটেমটি সবারই পছন্দের তালিকায় থাকে। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে ফেলতে পারেন যেকোনো সময়। স্টিমড রাইস বা ফ্রাইড রাইসের সাথে এটি খেতে খুবই ভালো লাগে।
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
২ টেবিল চামচ রসুন কুঁচি | |
১ চা চামচ আদা কুঁচি | |
১ টেবিল চামচ সয়া সস | |
১ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি | |
১/২ চা চামচ সাদা গোল মরিচের গুঁড়া | |
১ চা চামচ চিলি ফ্লেক্স | |
২ চা চামচ কর্ণ ফ্লাওয়ার | |
১কাপ চিকেন স্টক | |
৪ টি কাঁচামরিচ ফালি | |
২ টেবিল চামচ মাখন | |
স্বাদমত লবণ |
মাংস মেরিনেট করতে যা যা লাগবেঃ
১/২ কেজি মুরগি (হাড়ছাড়া) | |
১/৪চা চামচ গোলমরিচ গুঁড়া | |
১/২ চা চামচ আদা বাঁটা | |
১/২ চা চামচ রসুন বাঁটা | |
৩ টেবিল চামচ ময়দা | |
১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার | |
১/২ চা চামচ লবণ |
প্রস্তুত প্রণালী
1.
মাংস মেরিনেট ও ভাজা
প্রথমে হাড় ছাড়া মাংস নিয়ে ছোটো ছোটো টুকরা করে নিন। এরপর লবণ, গোলমরিচ, আদা-রসুন বাটা, কর্ণ ফ্লাওয়ার ও ময়দা দিয়ে মেখে রাখুন ১৫ মিনিটের মতো।
১৫ মিনিট পর চুলার আঁচ মাঝারি রেখে একটি কড়াই বসিতে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিন। তেল গরম হলে মুরগির টুকরাগুলো একে একে ছেড়ে দিন তেলে ৩-৪ মিনিট ভেজে তুলে নিন।
কর্ণ ফ্লাওয়ার ৩ টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে রাখুন
শেষ হলে মার্ক করে রাখুন
2.
গার্লিক চিকেন রান্না
আদা, রসুন ও ধনিয়া পাতা মিহি করে কুঁচি করে নিতে হবে। একটি কড়াই মাঝারি আঁচে চুলায় বসিয়ে তাতে মাখন গরম করে নিন। এরপর এতে আদা রসুন কুঁচি দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন। এরপর এতে ধনিয়াপাতা কুঁচি দিয়ে ৩০ সেকেন্ড ভেজে সয়াসস, গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স ও কাঁচামরিচ ফালি দিয়ে দিন। কিছুক্ষণ নেরে চেড়ে এতে চিকেন স্টক দিয়ে রান্না করুন স্টক অর্ধেক হওয়া পর্যন্ত এরপর এতে ভাজা চিকেন দিয়ে আরও ৩ মিনিট রান্না করে এতে পানিতে মেশানো কর্ণ ফ্লাওয়ার দিয়ে দিন। অনবরত নেড়ে আরও ৩-৪ মিনিট চুলার আঁচ বাড়িয়ে রান্না করে নামিয়ে নিন।
শেষ হলে মার্ক করে রাখুন