পাঙাশ মাছের ঝোল

৪০ মিনিট

সহজ

৪ জন

মাছের নানা রকম রান্নার মধ্যে যে খাবারটি প্রায়ই আমাদের দুপুরের বা রাতের খাবারের মেনুতে জায়গা করে নেয় – তা হলো পাঙাশ 40মাছের ঝোল। যারা কিছুটা হালকা রান্না খেতে ভালোবাসেন, আজকের রেসিপিটি তাদের জন্যই।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
টুকরা মাছ
টি আলু
টি কাঁচা মরিচ
টি টমেটো
টেবিল চামচ ধনিয়া পাতা
টেবিল চামচ হলুদ গুঁড়া
টেবিল চামচ পুষ্টি সয়াবিন তেল
১/৪ টেবিল চামচ কালো জিরা
স্বাদ অনুযায়ী লবণ
প্রয়োজন মতো পানি

পুষ্টিগুণ

৪৫ গ্রাম ফ্যাট
১০০ গ্রাম প্রোটিন
২০ গ্রাম কোলেস্টেরল
৩০ গ্রাম ক্যালোরি
০ গ্রাম শ্যুগার
১০ গ্রাম ট্রান্সফ্যাট

প্রস্তুত প্রণালী

1.

মাছ ভেজে নিন

শুরুতেই মাছগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ৫ মিনিট রেখে দিন। এরপর অল্প তেলে ভেজে নিন।
শেষ হলে মার্ক করে রাখুন
2.

ঝোল তৈরি করে নিন

প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে দুই টুকরা করে তেল দিয়ে লালচে করে ভেজে নিন। এরপর টমেটো স্লাইস করে কেটে নিন। কাঁচা মরিচ চিরে নিন। এরপর ধনিয়া পাতা কুচি করে কেটে নিন। কড়াইতে তেল গরম করে কালো জিরা ও কাঁচা মরিচ দিয়ে অল্প ভেজে টমেটো দিয়ে দিন। অল্প লবণ দিয়ে নেড়ে দিন। এরপর হলুদ গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে পরিমাণ মতো গরম পানি দিন। পানি ফুটে উঠলে ভাজা আলু দিয়ে দিন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ৬/৭ মিনিট মাঝারি আঁচে রান্না হতে দিন
শেষ হলে মার্ক করে রাখুন
3.

ঝোলে মাছ ছেড়ে দিয়ে হালকা রান্না করে নিন

ঝোল হয়ে এলে ভাজা মাছ গুলো দিয়ে দিন। এবার অল্প আঁচে ২ মিনিট রান্না করার পর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিন। এবার চুলা বন্ধ করে ৫/৬ মিনিট রেখে নামিয়ে ফেলুন। এবার গরম গরম পরিবেশন করুন। ব্যস! তৈরি হয়ে গেলো মজাদার পাঙাশ মাছের ঝোল।
শেষ হলে মার্ক করে রাখুন
ট্যাগ