খুব সহজে তৈরি করুন গোলাপ জাম

৩ ঘন্টা

মধ্যম

৮ জন

বাঙালির রসনা বিলাসের এক অতি গুরুত্বপূর্ণ অংশের নাম – মিষ্টি। আর নানাবিধ মিষ্টির মধ্যে সবসময়ই আমাদের মন কাড়ে গোলাপ জাম। তাই আজ আমরা আপনাকে জানাবো ঘরে বসেই গোলাপ জাম মিষ্টি তৈরির সহজ রেসিপি।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
৩/৪ কাপ চিনি
টি এলাচ
কাপ পানি
১/২ কাপ দুধ
টেবিল চামচ পুষ্টি ময়দা
এক চিমটির অর্ধেক বেকিং সোডা
টেবিল চামচ ঘি
পরিমাণ মতো পুষ্টি সয়াবিন তেল

পুষ্টিগুণ

৫৫ গ্রাম শ্যুগার
৬০ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট
৪১ গ্রাম শর্করা
২০ গ্রাম ক্যালোরি
১০ গ্রাম ট্রান্স ফ্যাট

প্রস্তুত প্রণালী

1.

সিরা তৈরি করে নিন

গোলাপ জামের সিরা তৈরির জন্য চিনি, এলাচ ও পানি একটি পাত্রে নিয়ে ভালোভাবে জ্বাল দিন ও নাড়তে থাকুন। চিনি সম্পূর্ণ গলে গেলে নামিয়ে আনুন। খেয়াল রাখবেন চিনি যেন পুড়ে না যায়।
শেষ হলে মার্ক করে রাখুন
2.

মিষ্টি তৈরি করে নিন

মিষ্টি তৈরির জন্য দুধ, ময়দা, বেকিং সোডা, ঘি ইত্যাদি একসাথে একটি পাত্রে নিয়ে ভালোভাবে মেখে ডো তৈরি করে নিন। মনে রাখবেন, ডো যেন নরম হয়। অন্যথায় চিনির সিরা মিষ্টির ভেতরে ঢুকবে না। এবার হাতে কিছুটা ঘি মেখে অল্প অল্প মিশ্রণ হাতের তালুতে নিয়ে গোলাকৃতির মিষ্টি তৈরি করে নিন। বানানোর সময় বেশি চাপ দেওয়া যাবে না। সব মিষ্টি বানানো হয়ে গেলে ডুবো তেলে ভেজে নিন। ভাজার সময় লক্ষ্য রাখবেন যে মিষ্টির এক পাশ যেন বেশি লালচে না হয়ে যায়। এজন্য সব দিক ঘুরিয়ে সমান করে ভাজবেন। ভাজার সময় মিষ্টি একটু কম ফুলবে, এ নিয়ে চিন্তার কারণ নেই। সিরায় দেওয়ার পর মিষ্টিগুলো আরও ফুলে উঠবে।
মিষ্টি ভাজা হয়ে গেলে চিনির সিরা পুনরায় গরম করে চুলায় রেখে ভাজা মিষ্টি সিরায় দিয়ে দিন। সব মিষ্টি এক সাথে দেবেন। এরপর মাঝারি আঁচে ৪-৫ মিনিট জ্বাল দিয়ে চুলা বন্ধ করে মিষ্টিগুলো ২ ঘণ্টা এভাবেই সিরাতে ভিজিয়ে রাখুন। নামানোর আগে সামান্য গোলাপ জল ছিটিয়ে দিন। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন। ব্যস! এভাবেই খুব সহজে ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার গোলাপ জাম।
শেষ হলে মার্ক করে রাখুন

মন্তব্য

বিশেষ দ্রষ্টব্যঃ *উপরে উল্লিখিত পুষ্টিগুণগুলো খাবারের উপাদানসমূহের উপর ভিত্তি করে করা একটি মোটামুটি অনুমান। মনে রাখবেন যে মানগুলো ক্ষেত্র থেকে ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। *আপনি রেসিপির কাজগুলো সম্পন্ন করতে পারেন এমন অনেক উপায় রয়েছে। আপনি যদি বিশ্বাস করেন যে কিছু নির্দেশনাকে আরও উন্নত করা যেতে পারে, বা এর একটি ভাল বিকল্প সমাধান রয়েছে, তাহলে নির্দ্বিধায় মন্তব্য করুন।