ইলিশ পোস্ত

৩০ মিনিট

মধ্যম

৩ জন

যেকোনো বাঙালির জন্য ইলিশ মাছের চেয়ে প্রিয় কোন মাছ হয় না। যেকোনো উৎসবে বা ইলিশের সিজনে ইলিশ ভাজা, ইলিশ দোপেঁয়াজা, সরষে ইলিশ প্রতিটি পরিবারেই করা হয়ে থাকে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও সরষে ইলিশের পাশাপাশি ইলিশ পোস্ত খুব জনপ্রিয়। এটি গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে খেতে দারুণ লাগে।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
৫০০ গ্রাম ইলিশ মাছ
টেবিল চামচ পুষ্টি সরিষার তেল
১/৪ চা চামচ কালোজিরা
টি গোটা শুকনা মরিচ
টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া
১/২ চা চামচ হলুদ গুঁড়া
টেবিল চামচ পোস্ত
১/২টেবিল চামচ সরিষা
টেবিল চামচ দই
৩/৪ টি কাঁচা মরিচ
পরিমাণমত পানি
স্বাদমত লবণ
টেবিল চামচ পেঁয়াজ বাঁটা

পুষ্টিগুণ

৮০ গ্রাম প্রোটিন
১৫ গ্রাম ফ্যাট
৪১ গ্রাম খাদ্যশক্তি
২০ গ্রাম ক্যালোরি
১৬ গ্রাম কোলেস্টেরল
১০ গ্রাম ট্রান্সফ্যাট

প্রস্তুত প্রণালী

1.

মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিন

ইলিশ মাছ আঁশ ছাড়িয়ে, কেটে ভিতরের নাড়ি-ভুঁড়ি পরিষ্কার করে ১ ইঞ্চি পুরু টুকরা করে নিতে হবে। আপনি চাইলে পিঠ পেটি আলাদা করতে পারেন অথবা একসাথে বড়ো টুকরাও করতে পারেন। এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে লবণ মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট
শেষ হলে মার্ক করে রাখুন
2.

মসলা তৈরি ও মূল রান্না

সরিষা ও পোস্ত একটু পানি দিয়ে ব্লেন্ডার অথবা পাটায় বেটে নিতে হবে। এই পোস্ত-সরিষার মিশ্রণে দই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এবার একটি কড়াইয়ে ৩ টেবিল চামচ সরিষার তেল গরম করে এতে কালোজিরা আর শুকনা মরিচ ফোঁড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে মসলার পেস্ট ও স্বাদমতো লবণ দিয়ে দিন, একটু গরম পানি দিয়ে পুরো মসলা ভালোমত কষাতে হবে যাতে তেল উপরে ভেসে উঠে
এরপর এতে ইলিশের টুকরোগুলো সাজিতে দিন এবং ১/৪ কাপ গরম পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে ৫ মিনিট রান্না করুন। ৫ মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে সাবধানে উল্টে দিন যাতে মাছ না ভাঙে। এর পর ঢেকে উপরে তেল ভেসে উঠা পর্যন্ত রান্না করুন। তেল ভেসে উঠলে কাঁচামরিচ ফালি দিয়ে ঢেকে ২ মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিন। পরিবেশন করুন গরম ভাত বা পোলাও এর সাথে।
শেষ হলে মার্ক করে রাখুন

মন্তব্য

বিশেষ দ্রষ্টব্যঃ *উপরে উল্লিখিত পুষ্টিগুণগুলো খাবারের উপাদানসমূহের উপর ভিত্তি করে করা একটি মোটামুটি অনুমান। মনে রাখবেন যে মানগুলো ক্ষেত্র থেকে ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। *আপনি রেসিপির কাজগুলো সম্পন্ন করতে পারেন এমন অনেক উপায় রয়েছে। আপনি যদি বিশ্বাস করেন যে কিছু নির্দেশনাকে আরও উন্নত করা যেতে পারে, বা এর একটি ভাল বিকল্প সমাধান রয়েছে, তাহলে নির্দ্বিধায় মন্তব্য করুন।