মুরগির কাঠি কাবাব রেসিপি
আমাদের দেশে হরেক রকমের কাবাবের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো কাঠি কাবাব। মুরগি, গরু কিংবা খাসির মাংসের কিমা দিয়ে মজাদার কাঠি কাবাব তৈরি করা হয়। খেতে অত্যন্ত সুস্বাদু এবং মেহমান আপ্যায়নে খুবই লোভনীয় একটি পদ। শামি কাবাব বা জালি কাবাব থেকে এটি দেখতে যেমন ভিন্ন এর স্বাদও আলাদা।
নরম তুলতুলে জুসি এই কাবাব পরোটা ও সালাদ দিয়ে রোল বানিয়ে কিংবা পোলাওয়ের সাথেও সার্ভ করা যেতে পারে
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
১ কাপ মুরগির কিমা (হাড়ছাড়া মুরগির মাংস) | |
১/৩ কাপ পেঁয়াজ কুঁচি | |
৪ টি কাঁচা মরিচ কুঁচি | |
১/২ চা চামচ লাল মরিচ গুঁড়া | |
১/৪ চা চামচ গোল মরিচ গুঁড়া | |
১ চা চামচ আদা বাঁটা | |
১ চা চামচ রসুন বাটা | |
১/২ চা চামচ ভাজা জিরার গুঁড়া | |
১/২ চা চামচ গরম মশলার গুড়া | |
২ টেবিল চামচ পুদিনা পাতা কুঁচি | |
২ চা চামচ লেবুর রস | |
১ টেবিল চামচ টমেটো সস | |
স্বাদমতো লবণ | |
৩ টেবিল চামচ পুষ্টি ময়দা | |
১ টি ডিম | |
২ টেবিল চামচ মাখন | |
৬/৭ টি শাসলিকের কাঠি |
প্রস্তুত প্রণালী
1.
কাবাবের মিশ্রণ তৈরি
মুরগির কিমা একটি বড়ো বাটিতে নিয়ে এতে মাখন বাদে অন্যান্য মসলা ও উপকরণ দিয়ে, খুব ভালো ভাবে মেখে একটি আঠালো মিশ্রণ তৈরি করতে হবে যা শাসলিকের কাঠিতে মুঠ করে নিয়ে গেঁথে দেওয়া যাবে
খুব বেশি নরম বা শক্ত করা যাবে না, প্রয়োজন হলে আরও একটু ময়দা বা হাতে সামান্য পানি নিয়ে মেখে নিতে হবে
শেষ হলে মার্ক করে রাখুন
2.
কাঠিতে গাঁথা ও ভাজা
কাবাবের মিশ্রণটি এমন ভাবে কাঠিতে গাঁথতে হবে যাতে কাঠি দেখলে মনে হয় তাতে একটি ৪-৫ ইঞ্চি লম্বা সসেজ রয়েছে। হাতে তেল মেখে, এক মুঠ কাবাবের মিশ্রণ নিয়ে তা একটি সসেজের আকারে গড়ে নিতে হবে এবং তার মাঝে একটি কাঠি ঢুকিয়ে দিতে হবে
একটি তাওয়াতে এক টেবিল চামচ মাখন গরম করে অর্ধেক কাঠি কাবাব গুলো দিয়ে উল্টে পাল্টে ৬-৭ মিনিট ভেজে তুলে নিতে হবে। একই ভাবে বাকি গুলো ভেজে নিয়ে পরিবেশন করুন
শেষ হলে মার্ক করে রাখুন