খেজুর গুড় এর পায়েস
আমরা সাধারণত চিনি দিয়ে পায়েস বানিয়ে থাকলেও খেজুরের গুড় দিয়ে খুব সহজেই বানানো যায় পায়েস। এটি খেতে যেমন দারুণ তেমনি দেখতেও। শীতকাল ছাড়া খেজুরের গুড় না পাওয়া গেলেও অন্যান্য গুড় দিয়েও বানাতে পারেন দারুণ স্বাদের এই পায়েস। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি-
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
১ কাপ পুষ্টি চিনিগুড়া চাল | |
১ লিটার তরল দুধ | |
১ কাপ কনডেন্সড মিল্ক | |
১৫০ গ্রাম গুঁড়ো দুধ | |
স্বাদমত চিনি/খেজুর গুড় | |
পরিমাণমত কিসমিস, কাজু ও পেস্তা বাদাম | |
এক চিমটি পরিমাণ লবণ |
প্রস্তুত প্রণালী
1.
দুধ জাল দিয়ে নিন
প্রথমে যেই হাড়িতে পায়েস টি রান্না করা হবে তাতে এক লিটার তরল দুধ নিন। আর এই দুধের সাথে ১৫০ গ্রাম গুড়ো দুধ ভালোভাবে গুলিয়ে নিন। এরপর গুড়ো দুধ মিশ্রিত এই তরল দুধ টা কে মাঝারি আচে জাল দিয়ে নিন
শেষ হলে মার্ক করে রাখুন
2.
পায়েস রান্না করে নিন
এখন,আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা এক কাপ চিনিগুড়া চাল সামান্য ব্ল্যান্ড করে নি্ন। এমনভাবে ব্ল্যান্ড করতে হবে যাতে চালগুলো গুড়ো নয়, জাস্ট ভাংগা ভাংগা হয়। এরপর সেই ব্ল্যান্ড করা চালগুলো কে ফুটন্ত দুধে ছেড়ে দিন। চালগুলো দেওয়ার পর এতে এক চিমটি লবণ ও দিয়ে দিন। আর এ সময় চুলা মাঝারি আচে রাখতে হবে এবং চালগুলো মাঝে মাঝে নেড়ে দিন
এভাবে বেশ কিছুক্ষণ রান্নার পর চালগুলো যখন ফুটে আসবে তখন এতে এক কাপ কনডেন্স মিল্ক ঢেলে দিন। এরপর চুলা লো হিটে রেখে আরও কিছুক্ষণ পায়েস টি রান্না করে নিন
শেষ হলে মার্ক করে রাখুন
3.
খেজুরের গুড় ছিটিয়ে দিন
কনডেন্স মিল্ক দেওয়ার পর চুলা একদম ই লো হিটে রেখে পায়েস টি আরো কিছুক্ষণ রান্নার পর পায়েস এর চালগুলো ফুটে একদম তুলতুলে হয়ে গেছে।
এখন এতে আগে থেকে কুচি করে রাখা খাটি খেজুর গুড় দিয়ে দিন। খেজুর গুড় দেওয়ার পর মাঝারি আচে আরো কিচ্ছুক্ষণ জাল করে নিলেই পায়েস রান্না কমপ্লিট হয়ে যাবে
এরপর উপর থেকে কিছুটা কাজু,কিসমিস, পেস্তা, জাফরান ইত্যাদি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন মজাদার খেজুর গুড় এর পায়েস।
শেষ হলে মার্ক করে রাখুন
মন্তব্য
কেউ চাইলে এটি চিনি দিয়েও করতে পারেন। চিনির হোক বা গুড়ের হোক আমার মায়ের হাতের পায়েস শুধু আমার মুখ নয় মনকেও মিস্টি করে তোলে