মিষ্টি কুমড়া দিয়ে মাংসের তরকারি

৪০ মিনিট

সহজ

৫-৬ জন

খুব কম খাটনিতে প্রোটিন ও ভিটামিনের স্বমনয়ে একটি অসাধারণ আইটেম মিষ্টি কুমড়া দিয়ে মাংসের তরকারি। সামান্য কয়েকটি উপাদানের মাধ্যমে চটজলদি তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক-

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
টি মুরগি
কেজি মিষ্টি কুমড়া
দেড় চা চামচ আদা বাঁটা
দেড় চা চামচ রসুন বাঁটা
চা চামচ জিরা গুঁড়া
চা চামচ ধনিয়া গুঁড়া
চা চামচ লবণ
চা চামচ মরিচের গুঁড়া
আধা চা চামচ হলুদ গুঁড়া
টেবিল চামচ পেঁয়াজ কুঁচি
আধা কাপ পুষ্টি সয়াবিন তেল
তেজপাতা গোলমরিচ দারুচিনি

প্রস্তুত প্রণালী

1.

মশলা কষিয়ে নিন

প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে পেয়াজ কুচি ভেজে নিতে হবে তার মধ্যে দারুচিনি গোলমরিচ গুরা তেজপাতা, আদা পেয়াজ রসুন বাটা মশলা দিয়ে আবারোও ভালো করে ভেজে নিতে হবে সামান্য একটু জল দিতে হবে জেনে কড়াইয়ে মশলা না লেগে যায় তারপর সব মশলা দিয়ে দিতে হবে হলুদ,মরিচ, ধনিয়া,জিরা লবন,দিয়ে মশলাকে কষিয়ে নিতে হবে
শেষ হলে মার্ক করে রাখুন
2.

মাংস রান্না করে নিন

কষিয়ে আসলে ধুয়ে রাখা মাংস দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসে গায়ে মশলা লাগিয়ে একটু জল দিয়ে টাকনা দিয়ে টেকে দিতে হবে।মাংস কিছুটা নরম হয়ে আসলে কুমড়ো গুলি দিয়ে দিতে হবে তারপর আরেকটু নাড়া ছাড়া ও সামণ্য পানি দিয়ে একদম টেকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে, কুমড়ো ও মাংস সিদ্ধ নরম হয়ে আসলে নামিয়ে নিতে হবে।
ব্যস হয়ে গেলো কুমড়ো দিয়ে মুরগির মাংস গরম ভাত দিয়ে অনেক মজা
শেষ হলে মার্ক করে রাখুন