মুচমুচে কলার বড়া

২০ মিনিট

সহজ

৫/৬ জন

ঘরে থাকা কলা অনেক বেশি পেকে গেলে বা কালো হয়ে গেলে কেউ খেতে চায় না; সেই কলাগুলো ব্যবহার করে তৈরি করা যেতে পারে পাকা কলার বড়া বা কলার পিঠা। মুচমুচে এই কলার বড়া বিকেলের নাস্তা কিংবা চায়ের সাথে একদম পারফেক্ট।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
কলা ২টি (বড়ো সাইজ)
চিনি ১/২ কাপ
লবণ ১ চিমটি
সুজি ৪ টেবিল চামচ
এলাচ গুঁড়া ১ চিমটি
কোরানো নারকেল ১/৪ কাপ
ডিম ১ টি (ছোটো সাইজ)
চালের গুঁড়া ৪ টেবিল চামচ
ময়দা ২ টেবিল চামচ
বেকিং সোডা ১/৪ চা চামচ
পুষ্টি সয়াবিন তেল

প্রস্তুত প্রণালী

1.

পিঠার মিশ্রণ তৈরি করা

পাকা কলা দু’টি খুব ভালোভাবে একটি বাটিতে মেখে নিতে হবে যেন কোনো বড়ো চাকা না রয়ে যায়; তারপর এতে একে একে বেকিং পাউডার এবং তেল বাদে সব উপকরণ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে যেন কোনো দলা বা চাকা থেকে না যায়।
শেষ হলে মার্ক করে রাখুন
2.

বড়া বানিয়ে ডুবো তেলে ভাজা

ভাজার ঠিক আগে মিশ্রণে বেকিং সোডা দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর যতটুকু বড়ো/ছোটো করে বড়া ভাজতে চান সেই পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে সাবধানে গরম তেলে ছাড়তে হবে। এসময় চুলার আঁচ মাঝামাঝি রাখতে হবে। বড়াগুলো বাদামি করে ভাজা হলে তুলে ফেলুন এবং চায়ের সাথে অথবা নাস্তা হিসেবে পরিবেশন করুন।
শেষ হলে মার্ক করে রাখুন