মালহাবিয়া

৪৫ মিনিট

সহজ

৪-৫ জন

মধ্য প্রাচ্যের দেশগুলোর জনপ্রিয় মিষ্টান্ন “মালহাবিয়া”। অধিক জনপ্রিয়তার কারণে বর্তমানে আমাদের দেশের কিছু টার্কিশ এবং অ্যারাবিয়ান রেস্টুরেন্টেও এটি পাওয়া যায়। এর রেসিপিটি এতই সহজ যে ঘরে বসেই তৈরি করা সম্ভব। এই ইদে মেহমানদের তাক লাগিয়ে দিন ক্রিমি স্বাদের লোভনীয় মালহাবিয়া সার্ভ করে।

কোন পর্যালোচনা নাই

প্রয়োজনীয় উপকরণঃ

Adjust Servings
লিটার দুধ (ফুল ক্রিম)
১/৪ কাপ গুঁড়া দুধ
২০০ গ্রাম চিজ ক্রিম
আধা টিন ডানো ক্রিম
টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
১/২ কাপ তরল দুধ
চা চামচ গোলাপ জল
১/২ কাপ চিনি
১/৪ কাপ পেস্তা বাদাম কুচি
পরিমাণ মত কিশমিশ
চিমটি এলাচ গুঁড়া

প্রস্তুত প্রণালী

1.

মালহাবিয়া তৈরির প্রস্তুতি

চুলায় একটি পাত্র নিয়ে তাতে ১ লিটার দুধ মাঝারি আঁচে জ্বাল দিন, হালকা গরম হতে থাকলে এতে গুঁড়া দুধ, ডানো ক্রিম ও এলাচ গুঁড়া দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে হালকা ফুটে উঠতে দিন।
আধা কাপ দুধে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে রাখুন। দুধ হালকা ফুটতে থাকলে এতে চিনি দিন, ৬-৭ মিনিট ফুটিয়ে এতে কর্ণ ফ্লাওয়ার মিশানো দুধ দিয়ে অনবরত নাড়তে, দুধ ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।অন্য একটি বাটিতে ক্রিম চিজ ভালোভাবে ফেটে রাখুন।
শেষ হলে মার্ক করে রাখুন
2.

মালহাবিয়া রান্না

ফুটিয়ে রাখা ঘন দুধ ঠান্ডা করে নিন, যাতে কুসুম গরম থাকে। একটু একটু করে দুধ-কর্ণ ফ্লাওয়ারের মিশ্রণটি ক্রিম চিজের সাথে মিশিয়ে নিন, প্রথমে একটু দিয়ে ভালোভাবে নেড়ে আবার একটু দিন এইভাবে কমপক্ষে ৩ বারে মিশিয়ে নিন, এতে করে চিজ দলা বেঁধে যাবে না। তারপর এতে গোলাপ জল দিয়ে আরেকবার মিশিয়ে নিন যাতে মসৃন মিশ্রণ তৈরি হয়।
এইবার মিশ্রণটি সার্ভ করার ছোটো ছোটো বাটিতে নিয়ে কমপক্ষে ৮-১০ ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। ফ্রিজ থেকে বের করে উপরে বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করুন।
শেষ হলে মার্ক করে রাখুন