মজাদার চিকেন নাগেট
স্কুলের টিফিনে কিংবা বিকেলের কুইক স্ন্যাকস হিসেবে দারুণ পছন্দের খাবার – চিকেন নাগেট। শিশুদের প্রিয় হলেও, এটি এমন একটি খাবার, যা খেতে ভালোবাসে সব বয়সের মানুষই।
কোন পর্যালোচনা নাই
প্রয়োজনীয় উপকরণঃ
Adjust Servings
৫০০ গ্রাম মুরগির মাংসের কিমা | |
১টি পেঁয়াজ কুচি | |
১টি ডিম | |
৬টি পাউরুটির স্লাইস | |
১ কাপ ব্রেডক্রাম্ব | |
১ কাপ ময়দা | |
১/২ কাপ পানি | |
১ চা চামচ রসুন বাটা | |
১ চা চামচ লবণ | |
১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়া | |
তেলে ভাজার জন্য পুষ্টি সয়াবিন তেল |
প্রস্তুত প্রণালী
1.
নাগেটের মিক্স তৈরি করে নিন
মুরগির কিমা, পাউরুটির স্লাইস, রসুন, গোলমরিচ গুঁড়া, লবণ ও পেঁয়াজ একসাথে একটি ফুড প্রসেসর বা ব্লেন্ডারে নিন। এবার উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিন। মেশানো শেষ হলে সম্পূর্ণ মিশ্রণটি একটি বাটিতে নিন। অতঃপর ১ টেবিল চামচ করে মিশ্রণ নিয়ে একে নাগেটের আকৃতি দিন।
শেষ হলে মার্ক করে রাখুন
2.
ভাজার জন্য প্রস্তুত করে নিন
এই ধাপের শুরুতেই একটি পাত্রে ডিম ফাটিয়ে এর সাথে পানি মেশান। এখন অপর একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিন। এবার নাগেটগুলো এক এক করে নিয়ে এতে একে একে ময়দা, ডিম এবং ব্রেডক্রাম্ব মেখে নিন।
শেষ হলে মার্ক করে রাখুন
3.
চিকেন নাগেট ভেজে নিন
রান্নার শেষ ধাপে কয়েকটি করে নাগেট নিন ও ৫-৬ মিনিট ডুবো তেলে ভাজুন। ভাজতে ভাজতে সোনালি-বাদামি রঙ হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। ব্যস! তৈরি হয়ে গেলো মজাদার চিকেন নাগেট। গরম গরম চিকেন নাগেট পরিবেশন করতে পারেন টমেটো কেচাপ বা হোয়াইট সসের সাথে।
শেষ হলে মার্ক করে রাখুন